খায়রুজ্জামানকে ছেড়ে দিল মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ

দেশে ফেরাতে চেষ্টা চলবে : পররাষ্ট্রমন্ত্রী

| বৃহস্পতিবার , ১৭ ফেব্রুয়ারি, ২০২২ at ৬:০৬ পূর্বাহ্ণ

বাংলাদেশের সাবেক হাই কমিশনার, জেল হত্যা মামলার সন্দেহভাজন এম খায়রুজ্জামানকে প্রত্যর্পণে মালয়েশিয়ার আদালত স্থগিতাদেশ দেওয়ার পর দেশটির সরকার তাকে মুক্তি দিয়েছে বলে জানিয়েছেন তার আইনজীবী। খায়রুজ্জামানের আইনজীবী জিও চো ইংকে উদ্ধৃত করে মালয়েশিয়ার সংবাদমাধ্যম স্টার জানিয়েছে, পুত্রাজায়ায় ইমিগ্রেশন বিভাগের ডিটেনশন সেন্টার থেকে গতকাল বুধবার বিকেলে তাকে মুক্তি দেওয়া হয়। খবর বিডিনিউজের।
খায়রুজ্জামানের স্ত্রী রিটা রহমান বলেন, বিকাল সাড়ে ৩টার দিকে তাকে ছেড়ে দিয়েছে মালয়েশিয়া কর্তৃপক্ষ। আমাদের আইনজীবীকে খবর দিয়েছিল, তারা গিয়ে তাকে নিয়ে এসেছে।
দেশে ফেরাতে আইনি চেষ্টা চলবে পররাষ্ট্রমন্ত্রী : খায়রুজ্জামানকে দেশে ফেরাতে সরকার সব ধরনের আইনি প্রচেষ্টা চালাবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। মালয়েশিয়ার অভিবাসন বিভাগ গতকাল বুধবার তাদের ডিপোর্টেশন সেন্টার থেকে সাবেক এই কূটনীতিককে মুক্তি দেওয়ার পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন মন্ত্রী। পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা খবরটা পেয়েছি। যত ধরনের আইনি প্রক্রিয়া আছে, সেগুলোতে আমরা প্রচেষ্টা চালাব।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রামে ২ জনের মৃত্যু নতুন আক্রান্ত ১৬৫
পরবর্তী নিবন্ধপর্যটকের বেশে ইয়াবা পাচার