খাস জমি মাপতে গিয়ে হামলার শিকার তিন ভূমি কর্মকর্তা-কর্মচারী

সাতকানিয়ায় ইউপি সদস্যের স্ত্রী গ্রেপ্তার

সাতকানিয়া প্রতিনিধি | বৃহস্পতিবার , ৩১ আগস্ট, ২০২৩ at ৫:৫১ পূর্বাহ্ণ

সাতকানিয়ায় সরকারি খাস জমি পরিমাপ করতে গিয়ে অবৈধ দখলদারদের হামলায় ভূমি অফিসের তিন কর্মকর্তাকর্মচারী আহত হয়েছেন। তারা হলেন সাতকানিয়া উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার আবুল কাশেম, চরতি ইউনিয়ন ভূমি অফিসের ভারপ্রাপ্ত সহকারী কর্মকর্তা মো. ইলিয়াছ ও অফিস সহায়ক মো. আরিফুর রহমান। গত মঙ্গলবার বিকেলে উপজেলার কাঞ্চনা ইউনিয়নের উত্তর কাঞ্চনার মনতার বর টেক এলাকায় অবৈধ দখলদার ইউপি সদস্য আবু তৈয়বের নেতৃত্বে এ হামলা চালানো হয়। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ অভিযান চালিয়ে ইউপি সদস্যের স্ত্রী রিফুল জান্নাতকে (৩৫) গ্রেপ্তার করেছে।

জানা যায়, ঘটনার দিন বিকেলে উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার আবুল কাশেম ও চরতি ইউনিয়ন ভূমি অফিসের ভারপ্রাপ্ত সহকারী কর্মকর্তা মো. ইলিয়াছের নেতৃত্বে ভূমি অফিসের কর্মকর্তাকর্মচারীরা মনতার বর টেক এলাকায় অবৈধভাবে দখল হয়ে যাওয়া সরকারি খাস জমি উদ্ধারের জন্য পরিদর্শন ও পরিমাপ করতে যায়। জমি পরিমাপ শুরু করলে তারা হামলার শিকার হন। হামলাকারী সবাই অবৈধ দখলদার। এ ঘটনায় আহতরা সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙে চিকিৎসা নিয়েছেন।

সাতকানিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আরাফাত সিদ্দিকী জানান, অবৈধভাবে দখল হয়ে যাওয়া সরকারি খাস জমি উদ্ধারের জন্য ভূমি অফিসের লোকজন জায়গাটি পরিদর্শন ও পরিমাপ করতে যায়। এসময় অবৈধভাবে দখলে থাকা ইউপি সদস্য আবু তৈয়ব, তার স্ত্রীসহ অন্যান্য দখলদারেরা ভূমি অফিসের লোকজনের উপর হামলা চালায়।

সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ইয়াসির আরাফাত জানান, ভূমি অফিসের লোকজনের উপর হামলার ঘটনায় ইউপি সদস্য আবু তৈয়বের স্ত্রী রিফুল জান্নাতকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার তাকে আদালতে হাজির করা হলে আদালত কারাগারে প্রেরণের নির্দেশ প্রদান করেন। অন্যান্য আসামিদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

পূর্ববর্তী নিবন্ধকৌতুক কণিকা
পরবর্তী নিবন্ধছাদে গিয়ে ফিরেনি ১০ বছরের শিশু