খাস জমি ফ্ল্যাট স্থাপনা দখলমুক্ত করতে কঠোর হচ্ছে সরকার

ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট দপ্তরে গৃহায়ণ মন্ত্রণালয়ের চিঠি বিশেষ কমিটি গঠন, সমন্বিতভাবে কাজ করার নির্দেশ

হাসান আকবর | বুধবার , ১৭ সেপ্টেম্বর, ২০২৫ at ৭:২৯ পূর্বাহ্ণ

চট্টগ্রামসহ দেশের বিভিন্ন এলাকায় খাস জমি, সরকারিভাবে নির্মিত ফ্ল্যাট ও স্থাপনা দখলমুক্ত রাখতে কঠোর নির্দেশনা দিয়েছে সরকার। এ বিষয়ে সকল জেলা প্রশাসক, উন্নয়ন কর্তৃপক্ষ, সিটি কর্পোরেশন ও পৌরসভাগুলোকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য চিঠি পাঠিয়েছে গৃহায়ণ মন্ত্রণালয়।

সূত্র জানিয়েছে, সরকারের খাস জমি এবং ফ্ল্যাটসহ বাসাবাড়ি নিয়ে দীর্ঘদিন ধরে অবৈধ তৎপরতা চলে আসছে। কোটি কোটি টাকার খাস জমি অবৈধ দখলে রয়েছে। এসব নিয়ে মামলারও কমতি নেই। অপরদিকে সরকারের বিভিন্ন সংস্থার বাসাবাড়ি নিয়েও চলছে অবৈধ তৎপরতা। যার নামে বাসা বরাদ্দ দেয়া হয় তিনি না থেকে বা কিছু অংশে থেকে বাকিটা বাইরের লোকের কাছে ভাড়া দেয়ার নজির অনেক। তাছাড়া রেলওয়ে কোয়ার্টারসহ বিভিন্ন সংস্থার বাসাগুলোর বাইরে খালি জায়গায় নিজেদের মতো করে ঘর তৈরি করেও ভাড়া দেয়া হয়েছে। এভাবে সরকারি সংস্থার বিভিন্ন প্লট, ফ্ল্যাট এবং খাস জমিতে হাজার হাজার মানুষের অবৈধ বসবাস। এসব স্থানে বিদ্যুৎ, পানি এবং গ্যাসের যথেচ্ছ ব্যবহার হচ্ছে। এক পরিবারের স্থলে দশ পরিবার এসব ইউটিলিটি ব্যবহার করছে। দীর্ঘদিন ধরে চলে আসা এ অপতৎপরতা কঠোরভাবে দমন করার জন্য সরকার উদ্যোগ নিয়েছে।

গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় থেকে সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো চিঠিতে বলা হয়, সরকারি ফ্ল্যাট বা ভবনের কোনো অংশ ভাড়া, লিজ বা হস্তান্তরের মাধ্যমে অন্য কারো কাছে ব্যবহার বা দখলদারিত্বে দেয়া যাবে না। দখলদারিত্ব প্রতিরোধে জেলা প্রশাসক, উন্নয়ন কর্তৃপক্ষ ও স্থানীয় সরকার প্রতিষ্ঠানকে সমন্বিত পদক্ষেপ নিতে হবে। এতে বলা হয়, খাস জমি ও ফ্ল্যাট অবৈধভাবে দখলমুক্ত রাখতে নিয়মিত পর্যবেক্ষণ ও প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।

কোনো ফ্ল্যাট বা সরকারি জমি ভাড়া, লিজ বা অন্যভাবে হস্তান্তর করলে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। খাস জমি বা ফ্ল্যাট অবৈধভাবে দখলের ঘটনা শনাক্ত হলে তাৎক্ষণিকভাবে উদ্ধার করতে হবে এবং দায়ীদের বিরুদ্ধে দণ্ডবিধি ও অন্যান্য আইনের আওতায় ব্যবস্থা নিতে হবে। জেলা প্রশাসকরা মাসিক ভিত্তিতে অগ্রগতি প্রতিবেদন পাঠাবেন। বিষয়টি নজরদারি ও তদারকির জন্য আইন ও বিচার বিভাগ, স্থানীয় সরকার বিভাগ, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট সংস্থার কর্মকর্তাদের সম্পৃক্ত করা হয়েছে।

চিঠিতে উল্লেখ করা হয়, সরকারি জমি ও স্থাপনা দীর্ঘদিন ধরে দখল হয়ে যাওয়ার ফলে সরকারের উন্নয়ন কার্যক্রম ব্যাহত হচ্ছে। সরকার মনে করছে, এ ধরনের দখলদারিত্বের কারণে একদিকে সরকারের উন্নয়ন প্রকল্পগুলো ব্যাহত হচ্ছে, অন্যদিকে সামাজিক ও প্রশাসনিক জটিলতা বাড়ছে। সাধারণ মানুষ জমি বা ফ্ল্যাট বরাদ্দের জন্য বছরের পর বছর অপেক্ষা করলেও, অনেক ক্ষেত্রে অসাধু চক্র এগুলো নিজেদের দখলে রেখে অবৈধভাবে ব্যবহার করছে। এতে একদিকে সরকার রাজস্ব হারাচ্ছে, অন্যদিকে প্রকৃত উপকারভোগীরা বঞ্চিত হচ্ছেন। অবৈধ এই অপতৎপরতা ঠেকাতে আইন ও বিচার বিভাগ, স্থানীয় সরকার বিভাগ, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট সব সংস্থাকে এ বিষয়ে সমন্বিতভাবে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে।

মন্ত্রণালয়ের নির্দেশনায় বলা হয়, জেলা প্রশাসন, উন্নয়ন কর্তৃপক্ষ, সিটি কর্পোরেশন ও পৌরসভাগুলো যৌথভাবে অভিযান চালিয়ে অবৈধ দখল উচ্ছেদে কার্যকর পদক্ষেপ নেবে। একই সঙ্গে ভবিষ্যতে যাতে আর কোনো ফ্ল্যাট বা সরকারি জমি দখল না হয়, সেজন্য কঠোর নজরদারি বাড়াতে হবে।

চিঠিতে আরও বলা হয়, ২০০১ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত বিভিন্ন সময় সরকারি জমি ও ফ্ল্যাট বরাদ্দ দেওয়া হলেও অনেক জায়গায় তা দখল হয়ে গেছে। একাধিক মামলা ও জটিলতার কারণে এসব প্রকল্প বাস্তবায়ন ব্যাহত হচ্ছে। এবার এ ধরনের জটিলতা এড়াতে সংশ্লিষ্ট সংস্থাগুলোকে সমন্বিতভাবে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে।

গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, সরকারি জমি ও ফ্ল্যাট দখলমুক্ত করতে ইতোমধ্যে বিশেষ কমিটি গঠন করা হয়েছে। এছাড়া নিয়মিত মনিটরিং ও উচ্ছেদ কার্যক্রম চালানো হবে। সরকারের পক্ষ থেকে হুঁশিয়ারি দেওয়া হয়েছে, দখলদারিত্ব কোনোভাবেই বরদাস্ত করা হবে না।

চট্টগ্রাম জেলা প্রশাসনের একজন কর্মকর্তা জানান, মন্ত্রণালয়ের চিঠি পাওয়ার পর এ ব্যাপারে খোঁজ খবর নেয়া হচ্ছে। যেখানে অবৈধ দখলদারিত্ব চিহ্নিত হবে সেখানেই ব্যবস্থা নেয়া হবে।

বাংলাদেশ রেলওয়ের একজন কর্মকর্তা রেলওয়ে কোয়ার্টারগুলোতে অবৈধভাবে বহু লোকজনের বসবাস রয়েছে বলে স্বীকার করে বলেন, বিষয়টি অনেক গভীরে বিস্তৃত। এক্ষেত্রে ব্যবস্থা গ্রহণ করা কিছুটা কঠিন হবে। তবে সরকার চাইলে এই অপতৎপরতা রোধ করা সম্ভব।

পূর্ববর্তী নিবন্ধশেষ দিন মনোনয়নপত্র সংগ্রহের হিড়িক মোট ফরম বিক্রি ১ হাজার ৮৭টি
পরবর্তী নিবন্ধমীরসরাইয়ে গণধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার