খাস জমি উদ্ধারের পর ফুলের বাগান

জেলা প্রশাসকের ব্যতিক্রমী উদ্যোগ

সীতাকুণ্ড প্রতিনিধি | মঙ্গলবার , ৩১ জানুয়ারি, ২০২৩ at ৫:৫৭ পূর্বাহ্ণ

সীতাকুণ্ড উপজেলার সলিমপুর ইউনিয়নের ফৌজদারহাটবন্দর লিংক রোড এলাকার পাশে দীর্ঘদিন ধরে সরকারি কয়েকশ একর খাসজমি দখল করে সেখানে রেস্টুরেন্ট, হোটেল, সমিতিসহ নানা অবৈধ ব্যবসা পরিচালনা করছিল স্থানীয় কয়েকজন ব্যবসায়ী। এ বিষয়টি নজরে আসে চট্টগ্রাম জেলা প্রশাসকের। চট্টগ্রাম জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামানের নির্দেশনায় চলতি বছরের গত ৪ জানুয়ারি উপজেলা প্রশাসন ওই স্থানে উচ্ছেদ অভিযান চালিয়ে শুকতারা রেস্তোঁরা নামের একটি প্রতিষ্ঠান, অন্যান্য দোকান, সমিতিসহ প্রায় শতাধিক স্থাপনা গুঁড়িয়ে দিয়ে মোট ১৯৪ দশমিক ১৮ একর জমি উদ্ধার করা হয়। এখন বদলে গেছে সেখানকার দৃশ্যপট। সেই জায়গায় এখন স্থান পেয়েছে ফুলগাছসহ নানা ধরনের ফলদ ও বনজ গাছের বাগান।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আশরাফুল আলম জানান, সলিমপুর ইউনিয়নের ফৌজদারহাটবন্দর লিংক রোডে উচ্ছেদকৃত ১৯৪ একর খাস জায়গায় ফুটেছে টিউলিপ, বসছে ফুলের মেলা। ডিসি ফ্লাওয়ার পার্ক নামে এ পার্কে আগামী ১০ ফেব্রুয়ারি থেকে সপ্তাহব্যাপী সেখানে চট্টগ্রামে প্রথমবারের মত ফুলের মেলা বসতে যাচ্ছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে নানা প্রজাতির দেশিবিদেশি ফুলের সমারোহে ভরে যাবে এই এলাকা। চট্টগ্রাম জেলা প্রশাসনরে উদ্যোগে ফুলপ্রেমী মানুষদের চিত্ত বিনোদনের জন্য এই আয়োজন। এসময় কায়াকিং, নৌকা ভ্রমণ, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা ধরনের আয়োজন থাকবে চট্টগ্রামের মানুষদের জন্য। মেলাটি সকলের জন্য উম্মুক্ত থাকবে।

চট্টগ্রাম জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফকরুজ্জামান জানান, এক শ্রেণির মানুষ সরকারি জায়গা অবৈধ দখল করে সেখানে খাবার হোটেল, বাজারসহ নানা দোকানপাট তৈরি করেছিল। আমরা সরকারি সম্পত্তি রক্ষায় বদ্ধপরিকর। সেখানে আমরা ফুলের বাগান করেছি। প্রতিবছর সেখানে ফুলের মেলা বসবে। তিনি আরও বলেন, উচ্ছেদকৃত জমিতে আবারও যদি কেউ অবৈধভাবে দখল করতে যায় তা হলে শুধু উচ্ছেদ নয়, তাদের বিরুদ্ধে ফৌজদারি মামলা করা হবে।

পূর্ববর্তী নিবন্ধবাংলাদেশকে ঋণের অনুমোদন দিয়েছে আইএমএফ বোর্ড
পরবর্তী নিবন্ধচট্টগ্রামে প্রথম সফল বোন ম্যারো ট্রান্সপ্ল্যান্ট