কক্সবাজারের ঈদগাঁও উপজেলার জালালাবাদ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের পূর্ব বাহার ছড়ার মজা খাল থেকে তিন শিশুর লাশ উদ্ধার করেছেন স্থানীয়রা। তারা তিনজন মিলে দুপুরের দিকে খালে শাক তুলতে যায়। সন্ধ্যা গড়িয়ে গেলেও ফিরে না আসায় রাতে অভিভাবকসহ স্থানীয়রা খুঁজতে বের হন। পরে খালের পানি থেকে তিন শিশুর মৃতদেহ উদ্ধার করেন তারা।
শিশু তিনটি পূর্ব বাহার ছড়া ৬ নাম্বার ওয়ার্ডের ইউসুফ নবীর শিশুকন্যা আছমাউল হুছনা প্রকাশ রিয়া মনি (১০), একই এলাকার মনজুর আলমের শিশু কন্যা মরিয়ম (৯) এবং জাফর আলমের শিশু কন্যা তসলিমা (৯)।
এ বিষয়ে ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মছিউর রহমানের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, আনুমানিক রাত ৮টার দিকে স্থানীয় ইউপি চেয়ারম্যান মোঃ আলমগীর তাজ জনি ফোন করে জানালে আমরা সাথে সাথে ঘটনাস্থলে উপস্থিত হই। পানিতে ডুবে শিশু তিনটির মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। এ বিষয়ে থানায় এখনো কোনো মামলা হয়নি। লাশের সুরতহাল করা হয়েছে এবং এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।