পটিয়ায় খালে মাছ ধরতে নেমে জাল পেঁচিয়ে পানিতে ডুবে তারেকুর রহমান (১৭) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার বিকাল ৩ টার দিকে পৌরসভার চাঁনখালী খাল (ইন্দ্রপুল খালে) এ ঘটনা ঘটে। তারেক বিভিন্ন কমিউনিটি হলে বিয়ের অনুষ্ঠানে বয়ের কাজ করত। সে পটিয়া পৌরসভার ১ নং ওয়ার্ড দক্ষিণ বিল নতুন বাড়ি এলাকার নাছির আহমদের পুত্র। পটিয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মোঃ সাইদুল ইসলাম বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল খালে তল্লাশি চালিয়ে বিকাল সাড়ে ৫টার দিকে তার মরদেহ উদ্ধার করে। মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।