খালে মাছ ধরতে গিয়ে আইআইইউসি শিক্ষার্থীর মৃত্যু

সীতাকুণ্ড প্রতিনিধি | বুধবার , ২৮ আগস্ট, ২০২৪ at ৮:১৫ পূর্বাহ্ণ

সীতাকুণ্ডে খালে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে রায়হান উদ্দিন রাজু (২৬) নামে এক শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলার সৈয়দপুর ইউনিয়নের বগাচতর ভূঁইয়ার হাট এলাকায় এ ঘটনা ঘটেছে। নিহত রাজু উপজেলার পূর্ব সৈয়দপুর গ্রামের এনায়েতুল্লা হুজুর বাড়ির মো. ছলিমুল্লাহ খানের বড় সন্তান। কুমিরাস্থ আইআইইউসি থেকে অর্থনীতিতে মাস্টার্স শেষ করা রায়হান ছাত্রশিবির কর্মী বলে জানা যায়।

জানা যায়, মঙ্গলবার দুপুরের দিকে উপজেলার সৈয়দপুর ইউনিয়নের বগাচতর ভূঁইয়ারহাট খালে জাল নিয়ে মাছ ধরতে যান রায়হান। জালটি ছুঁড়ে মারার গভীর জলে আটকা পড়লে তিনি সেটি তুলে আনতে গিয়ে তলিয়ে যান। একপর্যায়ে পাশের এক ব্যক্তি ডুবে যাওয়া অবস্থায় দেখে খালে নেমে তাকে উদ্ধার করে প্রথমে সীতাকুণ্ড স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তার অবস্থার অবনতি হলে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। পরিবার সূত্রে জানা যায়, রায়হান সাঁতার জানতেন না।

সৈয়দপুর ইউপি সদস্য সজল কুমার শীল বলেন, রায়হান উদ্দিন রাজু এলাকার পরিচিত মুখ ও সমাজসেবক। তিনি গত কয়েকদিন ধরে ফেনী ও মীরসরাইয়ে ত্রাণ সংগ্রহ করে বন্যার্তদের মাঝে বিতরণ করেছেন। তার মৃত্যুতে পুরো এলাকায় নেমে আসে শোকের ছায়া।

পূর্ববর্তী নিবন্ধকাপ্তাই হ্রদ থেকে পানি ছাড়ার পরিমাণ বেড়েছে
পরবর্তী নিবন্ধত্রাণ দিয়ে ফেরার পথে দুর্ঘটনা, অ্যাম্বুলেন্স চালকের মৃত্যু