সীতাকুণ্ড উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের মদনাহাট সেতু এলাকায় ট্রাকে করে প্লাস্টিক বর্জ্য খালে ফেলার সময় একটি ট্রাক জব্দ করেছে হাইওয়ে পুলিশ। গত মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে ট্রাকটি জব্দ করে থানায় নিয়ে আসা হয়। এ ঘটনায় ট্রাকের মালিককে থানায় তলব করা হয়েছে। হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী নাজমুল হক বলেন, অবৈধভাবে বর্জ্য ফেলে খালের পানি ও পরিবেশ দূষণের অভিযোগে ট্রাকটি জব্দ করা হয়েছে। ট্রাকের মালিককে ডাকা হয়েছে। এব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
স্থানীয় বাসিন্দারা জানান, প্রতি রাতে ট্রাকে করে প্লাস্টিক বর্জ্য এনে মদনাহাট খালে ফেলা হয়। এরপর ভাটার সময় বর্জ্যগুলো সাগরে নেমে যায়। গতকাল রাতে ট্রাক থেকে খালে প্লাস্টিক বর্জ্য ফেলতে দেখে স্থানীয় বাসিন্দারা হাইওয়ে পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মদনাহাট সেতুর ওপর থেকে ট্রাকটি জব্দ করে।












