ফটিকছড়ির ধুরুং খালে গোসল করতে নেমে ডুবে নানি ও নাতনির মৃত্যু হয়েছে। গতকাল সোমবার বেলা ১২টার দিকে উপজেলার কাঞ্চন নগর ইউপির মানিকপুর গ্রামের চমুরহাট বাজারের উত্তর পাশে মহিষের ঘের এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন–একই এলাকার মো. বদির স্ত্রী শাহানু বেগম ও তার মেয়ের ঘরের নাতনি মুনতাহা (৭)।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে দুই নাতনি সুমাইয়া ও মুনতাহাকে নিয়ে বাঁশের ভেলায় করে ধুরুং খালে গোসল করতে নামেন নানি শাহানু বেগম। মুহূর্তেই নাতনি মুনতাহা বাঁশের ভেলা থেকে পড়ে ডুবে যেতে থাকলে তাকে বাঁচাতে গিয়ে অপর নাতনিসহ খালে পড়ে যায় নানি নিজেও। পরে নাতনি সুমাইয়া সাঁতরিয়ে কূলে উঠতে সক্ষম হলেও পানিতে ডুবে যায় নানি শাহানু ও নাতনি মুনতাহা। খবর পেয়ে স্থানীয় বাসিন্দারা তল্লাশি চালিয়ে ঘটনার তিন ঘণ্টা পর নানির মরদেহ উদ্ধার করে। নানির লাশ উদ্ধারের দেড় ঘণ্টা পর নাতনির মরদেহ উদ্ধার করে স্থানীয় লোকজন।
মানিকপুর ইউনিয়ন প্রবাসী ক্লাবের সভাপতি আহমেদ করিম পারভেজ বলেন, ঘটনার পরপরই আমি ৯৯৯ ফোন দিলে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে যোগাযোগ করা হয়। ততোক্ষণে আমাদের ক্লাবে ২০–২৫ জনসহ স্থানীয়রা হাত জাল, বাঁশ এবং কোমরে রশি বেঁধে পানিতে নিখোঁজদের উদ্ধার কাজে নেমে পড়ে। ফায়ার সার্ভিস আসার পর তারা পানিতেও নামেনি। ডুবুরি দল আসলে উদ্ধার কাজ করা যাবে বলে তারা অসহযোগিতা করে। প্রশাসনের পক্ষ থেকে আমরা কোনো সহযোগিতা পায়নি, এটা আমাদের অনেক বড় দুঃখ।
ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মোজাম্মেল হক চৌধুরী বলেন, এ ঘটনা আমাদের ব্যথিত করেছে। স্থানীয়রা লাশ উদ্ধার তৎপরতা চালিয়েছে। তাদের সঙ্গে ছিলেন থানা পুলিশ ও ফটিকছড়ি ফায়ার সার্ভিস। লাশ উদ্ধার করে আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।