রাউজানের বাগোয়ান ইউনিয়নের হ্রদের খালে গোসল করতে নেমে আবদুর রহিম (৩৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। গতকাল বুধবার গোসল করতে নেমে তিনি পানিতে তলিয়ে নিখোঁজ হয়। স্থানীয়রা খালে নেমে অনেক খোঁজাখুঁজির পর না পেয়ে ফায়ার সার্ভিসকে খবর দেয়। সংবাদ পেয়ে কালুরঘাট ফায়ার সার্ভিসের ডুবুরি দল এসে বিকালের দিকে লাশ উদ্ধার করে। নিহত ব্যক্তি বাগোয়ান ইউনিয়নের ১নম্বর ওয়ার্ডের গশ্চি গ্রামের মৃত আবু তাহেরের ছেলে। স্থানীয়রা বলেছে সকাল সাড়ে ১১ টায় গোসল করতে নেমে নিখোঁজ হয়েছিল রহিম। কালুর ঘাট ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মোহাম্মদ বাহার উদ্দিন বলেন, আমরা সংবাদ পেয়ে দুপুর সাড়ে ১২ টার দিকে আগ্রাবাদ ফায়ার সার্ভিসের ডুবুরি দলের সদস্যদের নিয়ে ঘটনাস্থলে আসি। বিকাল সাড়ে ৫ টা পর্যন্ত অনুসন্ধান চালিয়ে তার মৃত দেহ উদ্ধার করি। স্থানীয় ইউপি সদস্য মোহাম্মদ ইয়াসিন বলেছেন ৮ ভাই ৫ বোনের মধ্যে রহিম ছিল সবার ছোট।