বোয়ালখালীর ছন্দারিয়া খালে গোসল করতে গিয়ে মাথায় গাছের শুকনো ডাল পড়ে উত্তম দাস (৪২) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
গতকাল বৃহস্পতিবার দুপুর ১টার দিকে পৌরসভার ৩ নং ওয়ার্ডের পূর্ব গোমদণ্ডী কৈবর্ত্যপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত উত্তম একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয় বাঁশি জলদাস বাড়ির গোপাল দাসের ছেলে। তিনি ঢাকায় একটি পোশাক কারখানায় কাজ করতেন। গত মঙ্গলবার বাড়িতে এসেছিলেন বলে জানা যায়।
স্থানীয়রা জানান, উত্তম দুপুরে গোসল করার জন্য ছন্দারিয়া খালে গিয়েছিলেন। এ সময় খাল পাড়ের একটি বড় শুকনো আম গাছের ডাল বাতাসে ভেঙে তার মাথায় পড়ে। এতে তিনি গুরুতর আহত হন।
উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমেপ্লক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।