খালে খেলতে খেলতে তলিয়ে গেল দুই শিশু

কক্সবাজারের কুতুবদিয়া পাড়া

কক্সবাজার প্রতিনিধি | বুধবার , ৬ জুলাই, ২০২২ at ৮:০৫ পূর্বাহ্ণ

কক্সবাজার শহরের কুতুবদিয়া পাড়ায় খালে জোয়ারের পানিতে ভেসে গিয়ে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। গত সোমবার বিকেলে স্থানীয় খালের পানিতে খেলার সময় স্রোতের টানে তারা সাগরে ভেসে যায়। সোমবার গভীর রাতে সমুদ্র সৈকতের ডায়াবেটিক হাসপাতাল পয়েন্ট ও কুতুবদিয়া পাড়া বিচ পয়েন্ট থেকে তাদের মৃতদেহ দুটি উদ্ধার করা হয়।

নিহত শিশু মোহাম্মদ জায়েদ ওরফে কালু () কুতুবদিয়া পাড়ার মুফিজের ছেলে ও মোহাম্মদ রিয়াদ () একই এলাকার মোহাম্মদ আলীর ছেলে। পুলিশ পৃথক স্থান থেকে শিশু দুটির মরদেহ উদ্ধার করেছে। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, সোমবার বিকেল আনুমানিক সাড়ে ৪টার দিকে শহরের মধ্যম কুতুবদিয়া পাড়ায় খালের পানিতে খেলা করতে নেমে দুই শিশু নিখোঁজ হয়ে যায়। কিছুক্ষণ পর রিয়াদের মরদেহ পাওয়া গেলেও দীর্ঘ ৮ ঘণ্টা পর রাত ১২টার দিকে সমুদ্র সৈকতের ডায়াবেটিক হাসপাতাল পয়েন্টে ভেসে উঠে জায়েদের মরদেহ। পরে পুলিশ মরদেহ দুটি উদ্ধার করে হাসপাতাল মর্গে নিয়ে যায়। সেখানে শিশু দুটির বাবামা তাদের সন্তানদের মরদেহ শনাক্ত করে।

পূর্ববর্তী নিবন্ধযান চলাচলে শৃঙ্খলা আনতে নেয়া হচ্ছে সিগন্যাল লাইটিং ব্যবস্থা
পরবর্তী নিবন্ধকোরবানির ৭ ঘণ্টার মধ্যে পশুর বর্জ্য অপসারণ করবে চসিক