খালের পানিতে ভাসছিল বৃদ্ধের মরদেহ

লোহাগাড়া প্রতিনিধি | বুধবার , ৬ সেপ্টেম্বর, ২০২৩ at ৫:২০ পূর্বাহ্ণ

লোহাগাড়ার চরম্বায় খালের পানিতে ভাসমান অবস্থায় অজ্ঞাত ১ বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেল ৪টার দিকে ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের জামছড়ি খাল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। বৃদ্ধের আনুমানিক বয়স ৭০ বছর। জানা যায়, জনৈক শহিদুল ইসলাম নামে এক ব্যক্তি জামছড়ি খালের পানিতে জাল দিয়ে মাছ ধরছিল। এ সময় গাছের গুঁড়ি ও বাঁশের সাথে আটকে যাওয়া ভাসমান অবস্থায় একটি মরদেহ দেখতে পান। তাৎক্ষণিকভাবে তিনি বিষয়টি স্থানীয়দের জানালে তারা থানা পুলিশ ও ফায়ার স্টেশনে খবর দেয়। মরদেহের মুখে সাদা দাঁড়ি এবং পরনে সাদা গেঞ্জি ও লুঙ্গি ছিল।

স্থানীয়রা জানান, বান্দরবান জেলা থেকে জামছড়ি খালের উৎপত্তি। খালের পানিতে এখনো স্রোত রয়েছে। ধারণা করা হচ্ছে, পার্বত্য এলাকা থেকে বৃদ্ধের মরদেহটি ভেসে এসেছে। মরদেহটি দেখতে উৎসুক জনতার ভিড় জমে। তবে লাশ কেউ সনাক্ত করতে পারেননি। থানার এসআই রুহুল আমিন জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে অজ্ঞাত বৃদ্ধের মরদেহ থানায় নিয়ে আসেন। মরদেহে কোন আঘাতে চিহ্ন পাওয়া যায়নি। তবে পচন ধরেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ চমেক হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। ধারণা করা হচ্ছে, ৪ দিন আগে তার মৃত্যু হয়েছে। লোহাগাড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের স্টেশন কর্মকর্তা রুবেল আলম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে অজ্ঞাত বৃদ্ধের মরদেহ উদ্ধার করে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধজন্মনিবন্ধন সার্ভার খোলা হোক
পরবর্তী নিবন্ধছয় ঋতুর পরম্পরা