বিএনপির সাবেক চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় বাংলাদেশ শিপ হ্যান্ডলিং এন্ড বার্থ অপারেটরস্ এসোসিয়েশনের (বিএসবিওএ) উদ্যোগে গতকাল খতমে কোরআন ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বাদ জোহর বিএসবিওএ’র আগ্রাবাদস্থ কার্যালয়ে খতমে কোরান ও মিলাদ মাহফিল শেষে মরহুমার আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
এতে এসোসিয়েশনের চেয়ারম্যান মোহাম্মদ সরওয়ার হোসেন, পরিচালক এস এম মিল্লাত হোসেন, মেজবাহ উদ্দিন লাবলু, মোহাম্মদ কামরুজ্জামান, মোহাম্মদ হারমুজ শাহ বেলালসহ সংগঠনের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।












