খালেদা জিয়া সুস্থ আছেন, নির্বাচন করবেন : মিন্টু

| বৃহস্পতিবার , ৩১ জুলাই, ২০২৫ at ৭:১৮ পূর্বাহ্ণ

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া সুস্থ আছেন এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে তিনি অংশ নেবেন বলে মন্তব্য করেছেন দলের ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু। তিনি বলেছেন, ‘২০০৬ সাল থেকে আমরা নির্বাচন চেয়ে আসছি। ১৯ বছর ধরে আমরা সুষ্ঠু নির্বাচনের জন্য আন্দোলনসংগ্রাম করে যাচ্ছি। দেশে যদি এক যুগ, দুই যুগ ধরে নির্বাচিত সরকার না থাকে দেশে মানুষের অর্থনৈতিক উন্নয়ন, জানমালের উন্নয়ন হবে না। একটি দেশের সরকার যদি জনগণের কাছে দায়বদ্ধ না থাকে তাহলে তারা কখনো ভালো কাজ করবে না।’ খবর বিডিনিউজের।

বিএনপি নেতা বলেন, ‘নির্বাচনে ফেনীর অতীত ইতিহাস সবাই জানে। সুষ্ঠু নির্বাচন হলে ইনশাআল্লাহ এখানে বিএনপি জয়লাভ করবে। আমাদের দলের নেত্রীও (খালেদা জিয়া) নির্বাচন করবেন। তিনি এখন সুস্থ আছেন।’

গতকাল বুধবার দুপুরে ফেনী শহরের গ্র্যান্ড সুলতান কনভেনশন হলে একটি অনুষ্ঠানে যোগ দিতে এসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

পূর্ববর্তী নিবন্ধরাউজানে গোলাম আকবরকে অবাঞ্ছিত ঘোষণা
পরবর্তী নিবন্ধগভীর সমুদ্রে মাছ ধরায় গুরুত্বের আহ্বান প্রধান উপদেষ্টার