সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন। গতকাল বৃহস্পতিবার দুপুরে সাংবাদিকদের তিনি জানান, মেডিকেল বোর্ডে যুক্ত দেশি–বিদেশি বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে সিসিইউতে খালেদা জিয়ার চিকিৎসা চলছে। দলের পক্ষ থেকে তিনি দেশবাসীর কাছে খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া কামনা করেন। তাঁর দ্রুত সুস্থতার জন্য আজ জুমার নামাজের পর দলটি দেশব্যাপী বিশেষ দোয়া অনুষ্ঠানের আয়োজন করেছে। খবর বিডিনিউজ ও বাংলানিউজের।
বিএনপি মিডিয়া সেল জানায়, খালেদা জিয়ার দ্রুত সুস্থতার জন্য আজ জুমার নামাজের পর ঢাকাসহ ও দেশের মসজিদগুলোতে বিএনপির উদ্যোগে বিশেষ দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হবে। বিএনপি, এর সহযোগী ও অঙ্গ সংগঠনসমূহ এবং ঢাকাসহ সারাদেশের সকল স্তরের সাধারণ জনগণকে এই বিশেষ দোয়ায় শরিক হওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে।
একইভাবে, দেশের অন্যান্য ধর্মীয় সমপ্রদায়ের সদস্যদেরও তাদের নিজ নিজ উপাসনাস্থল–মন্দির, চার্চ, প্যাগোডায় বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতার জন্য প্রার্থনার অনুরোধ জানানো হয়েছে।












