খালেদা জিয়া বেশ স্থিতিশীল : ডা. জাহিদ

| শনিবার , ২০ ডিসেম্বর, ২০২৫ at ৫:২৩ পূর্বাহ্ণ

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার অবস্থা গত এক মাসের মধ্যে এখন ‘বেশ স্থিতিশীল’ বলে জানিয়েছেন অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন। গতকাল শুক্রবার বিকালে এভারকেয়ার হাসপাতালের বাইরে ব্রিফিংয়ে বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক দলের চেয়ারপারসনের স্বাস্থ্যের সবশেষ এ তথ্য দেন। খবর বিডিনিউজের।

জাহিদ বলেন, এক মাস প্রায় হয়ে যাচ্ছে২৩ নভেম্বর থেকে ১৯ ডিসেম্বর পর্যন্ত এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন দলের চেয়ারপারসন। ‘আলহামদুলিল্লাহ। কালকে আমি আপনাদের বলেছিলাম ওনার শারীরিক অবস্থা আপনাদের দোয়ায় আল্লাহ রাব্বুল আলামীনের রহমতে গত এক মাসের মধ্যে এখন বেশ স্থিতিশীল আছে। আমি এইটুকুই বলব, উনি যে অবস্থায় ছিলেন সেই অবস্থার তুলনায় মেডিকেল বোর্ডের চিকিৎসায় এখন আগের চেয়ে অনেকটা বেশি স্থিতিশীল অবস্থায় রয়েছেন।’

অধ্যাপক জাহিদ বলেন, ওটিতে (অপারেশন থিয়েটারে) নিয়ে গিয়ে আজকেও একটা চিকিৎসা দেওয়া হয়েছে। সেটিও উনি অত্যন্ত সফলভাবে গ্রহণ করতে পেরেছেন।

খালেদা জিয়া এখন ক্রিটিকাল কেয়ার ইউনিটে আইসিইউ (ইন্টেসিভ কেয়ার ইউনিট) এর ব্যবস্থা সম্বলিত কেবিনে চিকিৎসাধীন আছেন বলে তুলে ধরেন তিনি।

পূর্ববর্তী নিবন্ধহাদি হত্যাকাণ্ডে নিরপেক্ষ স্বচ্ছ তদন্তের আহ্বান জাতিসংঘের
পরবর্তী নিবন্ধকফিনবন্দি হয়ে এলেন হাদি