খালেদা জিয়া দেশ ও মানুষের জন্য পুরো জীবন উৎসর্গ করে গেছেন

দোয়া মাহফিলে নাজমুল মোস্তফা আমিন

| সোমবার , ১২ জানুয়ারি, ২০২৬ at ৭:২৪ পূর্বাহ্ণ

চট্টগ্রামের লোহাগাড়ায় বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার রাতে উপজেলার আমিরাবাদ ইউনিয়নের রাজঘাটাস্থ একটি কমিউনিটি সেন্টারে আমিরাবাদ ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

লোহাগাড়া উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক এম এ রহিমের সভাপতিত্বে দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম১৫ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী নাজমুল মোস্তফা আমিন। দোয়া মাহফিলে তিনি তার বক্তব্যে বলেন, আমাদের মাতৃসম নেত্রী বেগম খালেদা জিয়া দেশ ও মানুষকে ভালোবেসে পুরো জীবন উৎসর্গ করে গেছেন। আল্লাহ তার কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দিক।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এস এম ছলিম উদ্দিন খোকন চৌধুরী, সদস্য সালাউদ্দিন চৌধুরী সোহেল ও ফৌজুল কবির ফজলু। বিএনপি নেতা এস এম সাহাব উদ্দিন ও যুবদল নেতা বাহাদুর চৌধুরীর যৌথ সঞ্চালনায় দোয়া মাহফিলে আরো উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি আনছার উদ্দিন আহমদ, সাবেক সাংগঠনিক সম্পাদক শাহ আলম, মাস্টার আলী আহমদ, নজরুল ইসলাম, যুবদল নেতা আবু তালেব রুবেল, মুসলিম উদ্দিন, বিএনপি নেতা মোরশেদুল আলম চৌধুরী, আনোয়ার হোসেন চৌধুরীর, নুরুল আলম কোম্পানী, সিরাজুল ইসলাম, মাহবুবর রহমান, আলাউদ্দিন বাচ্চু, ডা. মহিউদ্দিন, আব্দুল মালেক, মাস্টার মো. আলী সিদ্দিকী, মো. শোয়াইব, নুরুল কবির সওদাগর, মো. নোমান প্রমুখ।অনুষ্ঠানে উপজেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মী, সমর্থক ও সাধারণ মুসল্লিরা অংশগ্রহণ করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপ্রত্যয় সাংস্কৃতিক উৎসব সম্পন্ন
পরবর্তী নিবন্ধসীতাকুন্ড বিজয় স্মরণী ডিগ্রী কলেজে খালেদা জিয়া স্মরণে দোয়া মাহফিল