খালেদা জিয়া দেশের গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনের পথিক

এতিম দুস্থদের মাঝে খাদ্য বিতরণ অনুষ্ঠানে নাজিমুর রহমান

| রবিবার , ১৪ ডিসেম্বর, ২০২৫ at ১১:১৭ পূর্বাহ্ণ

বেগম খালেদা জিয়া দেশের গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনের পথিক। তার সুস্থতা কামনায় আজ সারা বাংলার মানুষ সৃষ্টিকর্তার নিকট আরজি জানিয়েছে। দেশ ও জাতির এই অভিভাবকের সুস্থতা কামনায় দেশপ্রেমী মানুষের ভালোবাসা ও প্রার্থনা বিফলে যাবে না। মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান নগরীর আগ্রাবাদে এতিম দুস্থদের মাঝে খাদ্য বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

এ সময় মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক নিয়াজ মোহাম্মদ খান, মহানগর বিএনপির সদস্য নুরুদ্দিন হোসেন নুরু, এম এ সবুর, আবু মুসা, শ্রমিকদল নেতা আব্দুল বাতেন, বিএনপি নেতা জেবল হোসেন দেভাষ, ৩৬নং ওয়ার্ড বিএনপির আহবায়ক হুমায়ুন কবির, ৪০নং ওয়ার্ড বিএনপির আহ্বায়ক লোকমান হোসেন, ৩৬নং ওয়ার্ড বিএনপির সদস্য সচিব মোহাম্মদ শাহজাহান, ২৭নং ওয়ার্ড বিএনপির সদস্য সচিব মিজানুর রহমান মোস্তফা, ২৮নং ওয়ার্ড বিএনপির সদস্য সচিব ইয়াসিন রেজা রাজু, ২৯নং ওয়ার্ড বিএনপির সদস্য সচিব মোঃ শাহজাহান, ৪০নং ওয়ার্ড বিএনপির সদস্য সচিব মঞ্জুর কাদের, বন্দর থানা বিএনপি নেতা মোহাম্মদ জসিম, দেলোয়ার, ডবলমুরিং থানা বিএনপি নেতা আসলাম উদ্দিন, হেলাল উদ্দিন, ৪০নং ওয়ার্ড বিএনপি সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ আমিন, যুগ্ম আহবায়ক ফজলু মাস্টার, সালাউদ্দিন, ৩৮নং ওয়ার্ড বিএনপি নেতা কামরুল হাসান, মহিউদ্দিন, তাজুদ্দীন, নেজম উদ্দিন, মোস্তাক আহমেদ, মনা, ২৪নং ওয়ার্ড বিএনপি নেতা রেজাউল করিম মিন্টু, মোঃ জহুর, ফয়েজ উল্লাহ, আলাউদ্দিন, জহির আহমেদ, নুরুল আজিমসহ মহানগর বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধআর্ক মাদকাসক্ত পুনর্বাসন কেন্দ্রে কর্মশালা আজ
পরবর্তী নিবন্ধকার্ডিকন সম্মেলনে অংশ নিচ্ছেন দেশি বিদেশি পাঁচ শতাধিক চিকিৎসক