খালেদা জিয়া ছিলেন ইতিহাসের এক অবিস্মরণীয় ও গৌরবময় অধ্যায়

খতমে কোরআন ও দোয়া মাহফিলে বক্তারা

আজাদী ডেস্ক | বৃহস্পতিবার , ১ জানুয়ারি, ২০২৬ at ১০:৫৩ পূর্বাহ্ণ

সাবেক প্রধানমন্ত্রী ও বেগম খালেদা জিয়ার মৃত্যুতে নগরী ও জেলার বিভিন্নস্থানে খতমে কোরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। দোয়া মাহফিলে বক্তারা বলেছেন, বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের এক অবিস্মরণীয় ও গৌরবময় অধ্যায়। স্বাধীনতাপরবর্তী রাষ্ট্রীয় রাজনীতির উত্থানপতনের ভেতর দিয়ে তিনি যে দৃঢ়তা, ধৈর্য ও নেতৃত্বের পরিচয় দিয়েছেন, তা তাঁকে ইতিহাসে এক অনন্য উচ্চতায় অধিষ্ঠিত করেছে।

চট্টগ্রাম মহানগরী জামায়াত : বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর উদ্যোগে মহানগরীর আমির মুহাম্মদ নজরুল ইসলামের সভাপতিত্বে গতকাল বুধবার বাংলাদেশ ইসলামী একাডেমি (বিআইএ) জামে মসজিদে বেগম খালেদা জিয়ার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে মুনাজাত পরিচালনা করেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহান। দোয়া মাহফিলে উপস্থিত চট্টগ্রাম মহানগরীর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা খাইরুল বাশার ও ফয়সাল মুহাম্মদ ইউনুস, সাংগঠনিক সম্পাদক ডা. সিদ্দিকুর রহমান, হামেদ হাসান ইলাহী, প্রফেসর মুহাম্মদ সাইফুল্লাহ, আমির হোছাইন, ফখরে জাহান সিরাজী, মাহমুদুল আলম, প্রফেসর মুহাম্মদ নুরুন্নবী, . আ ম ম মাসরুর হোসাইন, চট্টগ্রাম ৮ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ডা. আবু নাছের, চট্টগ্রাম ১১ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মুহাম্মদ শফিউল আলম প্রমুখ।

প্রিমিয়ার ইউনিভার্সিটি : প্রিমিয়ার ইউনিভার্সিটির উদ্যোগে গত ৩০ ডিসেম্বর বাদে আছর বিশ্ববিদ্যালয়ের জিইসি মোড়স্থ কেন্দ্রীয় মসজিদে সাবেক প্রধানমন্ত্রী ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনায় খতমে কোরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মাহফিলে উপস্থিত ছিলেন প্রিমিয়ার ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক এস এম নছরুল কদির, কলা অনুষদের ডিন প্রফেসর ড. মোহীত উল আলম, প্রকৌশল অনুষদের সহযোগী ডিন প্রফেসর ড. সাহীদ মো. আসিফ ইকবাল, ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স অফিসের ডিরেক্টর সাদাত জামান খান, ইংরেজি বিভাগের চেয়ারম্যান সৈয়দ জসীম উদ্দিন, পরীক্ষা নিয়ন্ত্রক শেখ মুহম্মদ ইব্রাহিম, অ্যাকাউন্টিং ডিসিপ্লিনের কোঅর্ডিনেটর ড. আহসান উদ্দিন, বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ, কর্মকর্তা ও কর্মচারীরা।

দোয়া মাহফিলে উপাচার্য অধ্যাপক এস এম নছরুল কদির বলেন, বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের এক অবিস্মরণীয় ও গৌরবময় অধ্যায়। স্বাধীনতাপরবর্তী রাষ্ট্রীয় রাজনীতির উত্থানপতনের ভেতর দিয়ে তিনি যে দৃঢ়তা, ধৈর্য ও নেতৃত্বের পরিচয় দিয়েছেন, তা তাঁকে ইতিহাসে এক অনন্য উচ্চতায় অধিষ্ঠিত করেছে। উপাচার্য বেগম খালেদা জিয়ার মৃত্যুতে প্রিমিয়ার ইউনিভার্সিটির পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করেন ও তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। দোয়া মাহফিল পরিচালনা করেন প্রিমিয়ার ইউনিভার্সিটি কেন্দ্রীয় মসজিদের ইমাম হাফেজ মাওলানা মো. মঈনুদ্দিন।

পটিয়া : পটিয়া প্রতিনিধি জানান, বেগম খালেদা জিয়ার মৃত্যুতে পটিয়া উপজেলা ও পৌরসভা বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে খতমে কোরআন ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। গতকাল বুধবার পটিয়া কলেজ গেটস্থ দলীয় কার্যালয়ে এ খতমে কোরআন ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

এতে উপস্থিত ছিলেন পটিয়া উপজেলা বিএনপি নেতা খোরশেদ আলম, মোজাম্মেল হক, তৌহিদুল আলম, দিদারুল ইসলাম, মির্জা মো. আবছার, বোরহান উদ্দীন, জাকির হোসেন মেম্বার, মোহাম্মদ মামুন, আলী হোসেন, আখতারুজ্জামান বাবলু, আবদুল ওয়াহাব মুন্সি, আবদুল আলম মেম্বার, আবছার উদ্দীন, সেকান্দার হোসেন নয়ন, ইমরানুল হক বাহাদুর, জালাল উদ্দীন ছোটন প্রমুখ।

এ্যাব, চট্টগ্রাম কেন্দ্র : এসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (এ্যাব), চট্টগ্রাম কেন্দ্রের উদ্যোগে বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গতকাল বুধবার খতমে কোরআন, দোয়া ও মিলাদ মাহফিল এবং আলোচনা সভার আয়োজন করা হয়। প্রকৌশলী মো. নুরুল আলমের সভাপতিত্বে ও প্রকৌশলী মো. কামরুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি জাহিদুল করিম কচি। সভায় বক্তব্য দেন, প্রকৌশলী মুজিবুর রহমান, প্রকৌশলী মোহাইমিনুল ইসলাম, আইইবি, চট্টগ্রাম কেন্দ্রের সহকারী নির্বাহী কর্মকর্তা মো. শাহীন আলম সরকার, উপস্থিত ছিলেন নির্বাহী সহকারী মো. শামিম মিয়া, লাইব্রেরি সহকারী এস এম আতোয়ার হোসেন, কম্পিউটার অপারেটর মো. শাহ আলম, কেয়ারটেকার মো. মোজাম্মেল হক। খতমে কোরআন শেষে বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে ও দেশ ও জাতির কল্যাণে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

শোক প্রকাশ : বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন আনজুমানএ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট কর্তৃপক্ষ। পাশাপাশি জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসা, গাউসিয়া কমিটি বাংলাদেশ, আনজুমান এডুকেশন ম্যানেজমেন্ট বোর্ডসহ ট্রাস্টের সকল প্রতিষ্ঠান তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেন। তাঁর বর্ণাঢ্য রাজনৈতিক জীবন, দেশ ও জাতি গঠনে অভাবনীয় অবদানের কথা শ্রদ্ধার সাথে স্মরণ করেন আনজুমান ট্রাস্টের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মনজুর আলম (মনজু), সেক্রেটারি জেনারেল মোহাম্মদ আনোয়ার হোসেন এবং অন্যান্য নেতৃবৃন্দ। মঙ্গলবার বাদ যোহর দিদার মার্কেটস্থ ট্রাস্টের প্রধান কার্যালয়ে বেগম খালেদা জিয়ার রূহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন বিশিষ্ট ওলামায়ে কেরাম এবং ট্রাস্ট কর্মকর্তাকর্মচারীবৃন্দ।

আইআইইউসি : খালেদা জিয়ার ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি)-এর বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান আ ন ম সামসুল ইসলাম এবং বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আলী আজাদী। যৌথ শোক বিবৃতিতে তাঁরা বলেন, খালেদা জিয়া কেবল একটি রাজনৈতিক দলের নেতৃত্বে সীমাবদ্ধ কোনো ব্যক্তিত্ব নন, তিনি বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ সময় ও প্রবাহের প্রতিনিধিত্বকারী নাম। গণতন্ত্র প্রতিষ্ঠা, বহুদলীয় রাজনৈতিক চর্চা এবং নাগরিক অধিকার রক্ষার আন্দোলনে তাঁর অবদান দেশবাসী দীর্ঘদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ও উপাচার্য খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানান।

বিসিএমএ : বেগম খালেদা জিয়ার ইন্তেকালে শোক এবং পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে বাংলাদেশ সিমেন্ট ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন (বিসিএমএ)। সংগঠনের প্রেসিডেন্ট মোহাম্মদ আমিরুল হক এক বিবৃতিতে বলেন, বেগম খালেদা জিয়া বাংলাদেশের রাজনৈতিক বিবর্তনের ইতিহাসে এক অনন্য ও প্রভাবশালী ব্যক্তিত্ব।

কামালে ইশকে মুস্তফা (.) মাদ্রাসা ও ট্রাস্ট : বেগম খালেদা জিয়ার মৃত্যুতে কামালে ইশকে মুস্তফা (সা.) ফাজিল মাদরাসা পরিচালনা পরিষদ, মাদরাসার অধ্যক্ষ ত্বোয়াহা মোহাম্মদ মুদ্দাসসিরসহ শিক্ষক মণ্ডলী গভীর শোক প্রকাশ করেছেন। অপরদিকে কামালে ইশকে মুস্তফা (সা.) কমপ্লেক্স ট্রাস্টের সভাপতি মাহবুবুল আলম টুকু ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম খালেদা জিয়ার ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন।

পূর্ববর্তী নিবন্ধগণঅধিকারের নুরের বছরে আয় ২০ লাখ টাকা
পরবর্তী নিবন্ধজাতীয় রাজস্ব বোর্ডের ১৭ কমিশনারকে একযোগে বদলি