ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া আগের মতই চিকিৎসা নিতে পারছেন বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন। গতকাল বুধবার রাতে হাসপাতালটির বাইরে সাংবাদিকদের তিনি বলেন, আপনাদের আশ্বস্ত করতে চাই, উনাকে যে চিকিৎসা দেওয়া দেওয়া হচ্ছে, সেই চিকিৎসা উনি আগের মতই আমাদের মেডিকেল সায়েন্সের ভাষায় যদি বলি– শি ক্যান কন্টিনিউ অর মেইনটেইনিং হার ট্রিটমেন্ট। ডাক্তাররা যে চিকিৎসা দিচ্ছে, সেটি উনি গ্রহণ করতে পারছেন এবং সেটি উনি নিয়ে সত্যিকার অর্থে রেসপন্স করছেন। খবর বিডিনিউজের।
খালেদা জিয়ার পরিস্থিতি নিয়ে গুজব না ছড়ানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, কোনো গুজব ছড়িয়ে মানুষের মধ্যে বিভ্রান্ত সৃষ্টি করবেন না। আমরা বলতে চাই, ম্যাডাম আইসিইউতে চিকিৎসাধীন আছেন এবং উনি সর্বোচ্চ চিকিৎসা ব্যবস্থার সর্বোচ্চ পর্যায়ে একজন সংকটাপন্ন মানুষের জন্য যেটি প্রয়োজন, সেই চিকিৎসার মধ্যেই উনি আছেন। এটি নিয়ে কোনো অবস্থাতেই কোনো গুজবে কান না দেওয়ার জন্য আমি আপনাদের মাধ্যমে সকলের প্রতি বিনীত অনুরোধ জানাচ্ছি।
অধ্যাপক জাহিদ বলেন, দেশের মানুষের উৎকণ্ঠা আছে, দেশের মানুষের তার প্রতি শ্রদ্ধাবোধ আছে, ভালোবাসা আছে এবং সত্যিকার অর্থে দেশের মানুষ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য সম্পর্কে সর্বশেষ অবস্থা জানতে চায়। সেজন্যই আমরা আপনাদের সামনে এসেছি। কিন্তু মনে রাখতে হবে, সবার শেষে উনি একজন রোগী। উনার নিজস্ব কিছু এথিক্যাল রাইটসের প্রিভিলেজ আছে। ইচ্ছা করলেই আমি চিকিৎসক হিসেবে সকল কিছুই আপনাদের কাছে আমি প্রকাশ্যে বলে দেওয়া; এটি মেডিকেল সাইয়েন্সে কোনো অবস্থাতেই পারমিট করে না।
জাহিদ বলেন, দেশে বিদেশের চিকিৎসকদের পরামর্শক্রমে উনার চিকিৎসা অব্যাহত রয়েছে। আমরা খুবই আশাবাদী মেডিকেল বোর্ডের সকল সদস্যও আশাবাদী যে উনার সুচিকিৎসা নিশ্চিত করা যাবে। পরবর্তীতে হয়ত আরেকটু উন্নতি করলে প্রয়োজনে উনাকে যেকোনো সময়ে দেশের বাইরেও নিয়ে যাওয়া হতে পারে। এখনো এই জিনিসটি এই পর্যায়েই আপনাদের মাধ্যমে বলার সময় আসে নাই। কারণ একবার আমরা কথা বলেছিলাম, কিন্তু আমরা এক ধরনের কথা বলি। আল্লাহ রাব্বুল আলামীন কী ধরনের ব্যবস্থা উনার জন্য রেখেছেন, সেটি আমাদের কারো ধরা বা ছোঁয়ার মধ্যে পড়ে না। কাজেই মহান আল্লাহ রাব্বুল আলামীনের রহমত এবং মানুষের দোয়া এবং সব মানুষের প্রচেষ্টা এবং চিকিৎসার সঙ্গে সম্পৃক্ত চিকিৎসক নার্সসহ সকল পর্যায়ের চিকিৎসাকর্মীদের অব্যাহত প্রচেষ্টায় উনার চিকিৎসা চলছে। খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া চেয়েছেন চিকিৎসক জাহিদ।












