বিসিআইসি পরিচালনা পর্ষদ : বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন (বিসিআইসি) এর পরিচালনা পর্ষদ এবং সকল কর্মকর্তা–কর্মচারীর পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করা হয়েছে। এক শোক বিবৃতেতে বিসিআইসি জানায়, বাংলাদেশ তাঁর একজন দক্ষ রাজনীতিক, আপোষহীন নেত্রী ও সমাজে অসংখ্য মানুষের জন্য অনুপ্রেরণার প্রতীক হিসাবে আজীবন খালেদা জিয়াকে স্মরণ করবে। তাঁর নেতৃত্ব, দৃঢ়তা ও দেশের প্রতি অবদান সবসময়ই ইতিহাসে অমর হয়ে থাকবে। বিসিআইসি পরিবার মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করতঃ বিসিআইসি ভবনে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করে। উক্ত দোয়া মাহফিল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিসিআইসি’র চেয়ারম্যান মোঃ ফজলুর রহমান, পরিচালকমন্ডলীর সদস্যগণ, সকল বিভাগীয় প্রধান এবং সংস্থার সকল কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
জাতীয় বিশ্ববিদ্যালয় ছাত্র–ছাত্রী আইনজীবী পরিষদ : বিএনপির চেয়াপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির অডিটোরিয়ামে জাতীয় বিশ্ববিদ্যালয় ছাত্র–ছাত্রী আইনজীবী পরিষদ (নুয়েসলার) আয়োজিত দোয়া মাহফিল ও সভা গতকাল অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের সভাপতি এডভোকেট মো. সেকেন্দরের সভাপতিত্বে বক্তব্য রাখেন সংগঠণের সাধারণ সম্পাদক এডভোকেট মো. মোশাররফ হোসেন, দোয়া ও মোনাজাত পরিচালনা করেন এড. সৈয়দ মুহাম্মদ মাহবুবুল কাদের। উপস্থিত ছিলেন এডভোকেট মো. আবুল কালাম আজাদ প্রকাশ কাজী আজাদ, এডভোকেট এরশাদ হোসেন, এডভোকেট মোহাম্মদ জাফর হায়দার, এডভোকেট মাহমুদ শাহেদা বেগম, এডভোকেট আয়াত উল্লাহ, এডভোকেট জহির উদ্দিন বাবর, এডভোকেট মো. মমিনুল হক, এডভোকেট মোহাম্মদ সোয়েফ মনসুর, এডভোকেট ফিরোজ আলম, এডভোকেট মাজেদ চৌধুরী, এডভোকেট জুয়েল দাস প্রমুখ।

ছাত্রদল : নগরীর ইপিজেড থানাধীন এস আলম বি আলম গলির শেষ মাথায় আউটার রিং রোডে ৩১ ডিসেম্বর (বুধবার) বিকাল ৩ টায় বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার গায়েবানা জানাযা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সাবেক সহ–সভাপতি মোহাম্মদ হোসেন টিটুর সার্বিক তত্ত্বাবধানে গায়েবানা জানাযা ও দোয়া মাহফিল পরিচালনা করেন জাকির হোসেন কন্ট্রাক্টর জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মোঃ ইসমাইল হোসেন।
পাশাপাশি মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত ইপিজেড থানা যুবদলের সাবেক সদস্য সচিয মরহুম মোহাম্মদ আজম সোহেলের জন্য বিশেষ দোয়া প্রার্থনার আয়োজন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদ যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান শিবলো, চট্টগ্রাম মহানগর ও ইপিজেড থানা যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ সহযোগী ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
গায়েবানা জানাযা ও দোয়া মাহফিল শেষে সাবেক নগর ছাত্রদল নেতা মোহাম্মদ হোসেন টিটু বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাস্ট্র কাঠামো মেরামতে ৩১ দফা বাস্তবায়নের মধ্যে দিয়ে আগামীতে উন্নয়নে এগিয়ে যাবে বাংলাদেশ। প্রেস বিজ্ঞপ্তি।












