খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল

| মঙ্গলবার , ২৭ এপ্রিল, ২০২১ at ৭:২৩ পূর্বাহ্ণ

খালেদা জিয়ার রোগমুক্তি, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় বাঁশখালী উপজেলা বিএনপির উদ্যোগে উপজেলা বিএনপির আহ্বায়ক মাস্টার লোকমানের সভাপতিত্বে মিলাদ ও দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন দক্ষিণ জেলা বিএনপির সাবেক সভাপতি জাফরুল ইসলাম চৌধুরী। বক্তব্য দেন, হেলাল উদ্দিন, অ্যাড. মো. কাশেম চৌধুরী, ব্যাংকার মোস্তাফিজুর রহমান চৌধুরী, রেজাউল হক চৌধুরী, মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা, অ্যাড. শওকত ওসমান, মো. শহীদুল আলম শহীদ, মাস্টার মাকসুদুল আলম, আখতার ফারুক, জাহাঙ্গীর আলম, জিয়াউদ্দিন, শাহাদাত হোসেন, সুলতানুল আজিম চৌধুরী, জাহাঙ্গীর আলম, মো. ছগির, জামাল হোসেন, অ্যাড. আজিজুল হক, অ্যাড. তৌহিদুল আলম মাসুদ, সিরাজুল ইসলাম, মাস্টার মো. লোকমান হাকিম প্রমুখ। দোয়া ও বিশেষ মোনাজাত পরিচালনা করেন হাফেজ মাওলানা আব্দুল করিম। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধকোতোয়ালী থানা ছাত্রদলের বিক্ষোভ সমাবেশ
পরবর্তী নিবন্ধশিক্ষা উপমন্ত্রীর সঙ্গে ইউসিটিসি উপ-উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ