খালেদা জিয়ার সুস্থতা ও রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল

| শনিবার , ২০ ডিসেম্বর, ২০২৫ at ১০:৪১ পূর্বাহ্ণ

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা ও রোগমুক্তি কামনায় দোয়া মাহফিলের আয়োজন করেছে হাটহাজারী জাতীয়তাবাদী প্রবাসী ফোরাম কাতার। কাতারের স্থানীয় একটি হোটেলে এই দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন সংগঠনের সিনিয়র যুগ্ম আহবায়ক আনিসুর রহমান। প্রধান অতিথি ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা সেলিম রানা। বিশেষ অতিথি ছিলেন সংগঠনের উপদেষ্টা সাজ্জাদ হোসেন এবং মাসুম। আরও উপস্থিত ছিলেন খোরশেদ মেহের, রাশেদুল মামুন, সোহেল রানা, রাজু, ইমতিয়াজ, মিজান, হাবিবসহ আরো অনেকে। অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের সদস্য সচিব আবদুল্লাহ আল মামুন। দোয়া মোনাজাত পরিচালনা করেন মৌলানা আনিস। মোনাজাতে বেগম খালেদা জিয়ার পরিপূর্ণ সুস্থতা এবং নেক হায়াতের প্রার্থনা করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধহাদি হত্যার বিচার দাবিতে চাকসুর বিক্ষোভ
পরবর্তী নিবন্ধহাকীম মোবারক আলী হেজাযী ছিলেন মানবতাবাদী সমাজহিতৈষী ব্যক্তি