খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ২৭ নভেম্বর, ২০২৫ at ৭:৪৭ পূর্বাহ্ণ

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় খতমে কোরআন, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার নগর ও উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

আনোয়ারা বিএনপি : বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দ্রুত সুস্থতা কামনায় বিশেষ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করেছে আনোয়ারা উপজেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠন। গত সোমবার বাদ আসর আনোয়ারা মডেল মসজিদে অনুষ্ঠিত দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব লায়ন হেলাল উদ্দিন। দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, মাস্টার রফিক, সরওয়ার হোসেন মাসুদ, জাগির আহমদ, দিল মোহাম্মদ মন্‌জু, এম মনছুর উদ্দিন, মোহাং কাশেম, রফিক ডিলার, আবদুল মঈন চৌধুরী ছোটন, মোহাং জাহাঙ্গীর, আবু সাদেক, ইউসুফ মাস্টার, এসএম মোজাম্মেল হক প্রমুখ।

চসিক শ্রমিককর্মচারী ইউনিয়ন দল : খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় চসিক জাতীয়তাবাদী শ্রমিককর্মচারী ইউনিয়নের উদ্যোগে নগর ভবনের এবাদতখানায় মিলাদ ও দোয়া মাহফিল গতকাল বুধবার অনুষ্ঠিত হয়। এসময় বক্তব্য দেন, বিভাগীয় শ্রমিক দলের সাধারণ সম্পাদক নুরুউল্লাহ বাহার। উপস্থিত ছিলেন সিটি মেয়রের একান্ত সচিব (রাজনৈতিক) মারুফুল হক চৌধুরী, শফিকুল ইসলাম, আবু বক্কর সিদ্দিক।

রাউজান বিএনপি : খালেদা জিয়ার সুস্থতা কামনা করে পশ্চিম গুজরা ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে খতমে কোরান, মিলাদ ও দোয়া মাহফিল গতকাল বুধবার অনুষ্ঠিত হয়। জমিদার পাড়া জামে মসজিদে মিলাদ মাহফিলে সভাপতিত্ব করেনকাজী সরোয়ার খান মনজু। প্রধান অতিথি ছিলেন রাউজান উপজেলা বিএনপি নেতা মোহাম্মদ এনাম উল্লাহ। মাওলানা হারুনুর রশিদ দোয়া মাহফিল ও বিশেষ মোনাজাত করেন। বক্তব্য দেন, আমির আলী, আবদুল কাদের, সৈয়দ মোহাম্মদ শহীদুল ইসলাম, নুরুল হক, লোকমান হোসেন মেম্বার, আতিকুল্লাহ, হামিদুর রশীদ, সৈয়দ নুর, সৈয়দ নুরুল আকতার, মোহাম্মদ ইলিয়াস, সালাউদ্দিন বাপ্পী প্রমুখ।

মহানগর ওলামা দল : বায়েজিদ বোস্তামী তারা গেইট দারুসসুন্নাহ হাসানিয়া এতিমখানা ও হেফজখানায় মহানগর ওলামা দলের উদ্যোগে খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মহানগর ওলামাদলের আহ্বায়ক মাওলানা মোহাম্মদ শহীদ উল্লাহ্‌ চিশতীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক সৈয়দ আজম উদ্দিন। সদস্য সচিব হাফেজ জয়নাল আবেদীনের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেনমো. কামাল উদ্দিন চৌধুরী, আজিজ উদ্দিন মিন্টু, মো. মামুন আলম, জাফর আহমদ খোকন, শাহাদাত হোসেন চান মিয়া, রিপন রেজা, জাহাঙ্গীর আলম বাবু, সাইফুল ইসলাম শিমুল, নজরুল ইসলাম।

পূর্ববর্তী নিবন্ধবিভিন্ন উপজেলায় প্রাণিসম্পদ প্রদর্শনী
পরবর্তী নিবন্ধমহানগরী জামায়াত ও ছাত্রশিবিরের সমন্বয় বৈঠক