আনোয়ারা উপজেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে গতকাল শুক্রবার বিকাল ৩টায় উপজেলার হাজীগাঁও আলাউদ্দীন জামে মসজিদে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় খতমে কোরআন ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। এসময় আনোয়ারা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সালাউদ্দীন সুমন, সাধারণ সম্পাদক মো. নঈম উদ্দীন, সিনিয়র সহ-সভাপতি হাসান আলী, সাংগঠনিক সম্পাদক নাজিম উদ্দীন খান, দক্ষিণ জেলার সহ ত্রাণ বিষয়ক সম্পাদক মোহাম্মদ ইলিয়াস, মোহাম্মদ হেলাল, গিয়াস উদ্দীন, মনির উদ্দীন সেন্টু, মোহাম্মদ আলমগীর, মোহাম্মদ জসিম, মহিউদ্দিন, মোহাম্মদ হারুন উপস্থিত ছিলেন। খতমে কোরআন ও দোয়া মাহফিল পরিচালনা করেন হাফেজ ওসমান গণি, মাওলানা মোহাম্মদ নাছির, মাওলানা আবদুর রহিম ও মাওলানা জাহাঙ্গীর।