গত রোববার করোনায় আক্রান্ত হয়েছেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া। তার রোগমুক্তি কামনায় ও অসুস্থ নেতাকর্মীসহ দেশের সর্বস্তরের মানুষের সুস্থতা কামনায় গতকাল চট্টগ্রাম মহানগর ও জেলা-উপজেলায় বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে অনুষ্ঠিত হয় খতমে কোরআন ও দোয়া মাহফিল।
উত্তর জেলা বিএনপি : চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির উদ্যোগে গতকাল মঙ্গলবার সকাল ১১টায় এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মাহফিলে মোনাজাত পরিচালনা করেন উত্তর জেলা ওলামা দলের সভাপতি জাহাঙ্গীর আলম হেলালী। উপস্থিত ছিলেন উত্তর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এম এ হালিম, অধ্যাপক ইউনুস চৌধুরী, নুরুল আমিন, নূর মোহাম্মদ, ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন, আব্দুল আউয়াল চৌধুরী, অ্যাড. আবু তাহের, অধ্যাপক জসিম উদ্দিন চৌধুরী, আবু আহমেদ হাসনাত, অধ্যাপক কুতুব উদ্দিন বাহার, মোবারক হোসেন কাঞ্চন চেয়ারম্যান, অধ্যাপক মহসিন, জাকির হোসেন, জয়নাল আবেদীন দুলাল, সালাউদ্দিন সেলিম, আনোয়ার হোসেন, আবু জাফর চৌধুরী, ফকির আহমেদ, কৃষক দলের সভাপতি আতিকুল ইসলাম লতিফী, যুবদলের সভাপতি হাসান মোহাম্মদ জসিম, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক সরোয়ার উদ্দিন সেলিম, তাঁতী দলের সভাপতি মো. ছিদ্দিক, যুবদলের সাধারণ সম্পাদক মুরাদ চৌধুরী, সহ-সভাপতি আলাউদ্দিন, লিয়াকত আলী, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এইচ এম নুরুল হুদা, ছাত্রদলের সাধারণ সম্পাদক মনিরুল আলম জনি, রহমতউল্লাহ, শওকত আকবর সোহাগ, ওসমান গনি, রাশেদ মির্জা, ফখরুল হাসান, মহিউদ্দিন, নুর মোহাম্মদ, কামাল উদ্দিন, মো. ফারুক, এস এম লোকমান, মফিজ উদ্দিন, মিনহাজ প্রমুখ।
মহানগর স্বেচ্ছাসেবক দল : জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল চট্টগ্রাম মহানগরের আওতাধীন ১৫ থানার উদ্যোগে গতকাল মঙ্গলবার খতমে কোরআন, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। মাহফিলে অসুস্থ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে মোনাজাত করা হয়। একই সাথে করোনা মহামারী থেকে দেশ ও জাতিকে হেফাজতের জন্য দোয়া করা হয়। এতে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল চট্টগ্রাম মহানগর, থানা ও ওয়ার্ড নেতৃবৃন্দ।
চান্দগাঁও থানা ছাত্রদল : চান্দগাঁও থানা ছাত্রদল নেতা মো. ইকবাল কবিরের সভাপতিত্বে ও ছাত্রদল নেতা মো. কায়েস’র সঞ্চালনায় এক দোয়া মাহফিল গতকাল বাদে আছর ওসমানিয়া গ্লাস ফ্যাক্টরি জামে মসজিদের সামনে অনুষ্ঠিত হয়। এতে দেশেনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগ মুক্তি, কারামুক্তি ও দীর্ঘায়ু কামনা করা হয়। মাহফিলে উপস্থিত ছিলেন মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক মো. আনিসুজ্জামান, সাবেক সহ-সম্পাদক সাঈদুল হক ইমন, চান্দগাঁও থানা ছাত্রদল নেতা সামিউল হক, লিটন, আরমান, সাইমন, কামরুল, আব্বাস, ফাহিম, আরফাত, আরিফ, নিশান, সিরাজ, ইয়াছিন আরাফাত, শিবু, সাদ্দাম হোসেন, শরিফুল ইসলাম, আলমগীর, সাকিব, রিদোয়ান, পারভেজ, ইমতিয়াজ প্রমুখ। দোয়া মাহফিল পরিচালনা করেন মসজিদের খতিব মাওলানা রফিকুল ইসলাম।
সীতাকুণ্ড উপজেলা স্বেচ্ছাসেবক দল : দৈনিক আজাদীর সীতাকুণ্ড প্রতিনিধি জানান, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি এবং দলের যুগ্ম মহাসচিব লায়ন মোহাম্মদ আসলাম চৌধুরীর কারামুক্তির জন্য সীতাকুণ্ড স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে দোয়া মাহাফিল অনুষ্ঠিত হয়। একই সঙ্গে করোনা আক্রান্ত ও মৃত্যুবরণকারী সকলের জন্য দোয়া করা হয়। ভাটিয়ারী মাদামবিবির হাটে গতকাল দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন সীতাকুণ্ড উপজেলা বিএনপির আহ্বায়ক ডা. কমল কদর, উপজেলা বিএনপির সদস্য সচিব মো. জহুরুল আলম জহুর, উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো. মোরসালিন, সাধারণ সম্পাদক সোলাইমান রাজ, সহ-সভাপতি আলাউদ্দিন মনি, থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক হেলাল উদ্দিন, পৌরসভা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আলী নেওয়াজ মামুন, যুগ্ম সম্পাদক কেফায়েত উল্লা, ভাটিয়ারী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক ইসহাক উদ্দিন মানিক, সেলিম, কাউসার, জাহেদ সহ আরো অনেকেই।