বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনা করে নগরে গতকাল মঙ্গলবার খতমে কোরআন, মিলাদ ও দোয়া মাহফিল করেছে বিএনপি ও অঙ্গসংগঠন। এসময় বিএনপি নেতৃবৃন্দ চট্টগ্রামবাসীর কাছে বেগম জিয়ার জন্য দোয়া করার আহ্বান জানান।
কোতোয়ালী থানা বিএনপি : গতকাল বাদে যোহর ফিরিঙ্গী বাজার জামে মসজিদে কোতোয়ালী থানা বিএনপির উদ্যোগে খতমে কোরআন ও বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। মোনাজাত পরিচালনা করেন মসজিদের ইমাম মাওলানা মোহাম্মদ মাঈনুদ্দীন। থানা বিএনপির সাবেক সভাপতি মনজুর রহমান চৌধুরীর সভাপতিত্বে ও সাবেক সাধারণ সম্পাদক জাকির হোসেনের সঞ্চালনায় উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাবেক সহ সাংগঠনিক সম্পাদক আবুল হাশেম বক্কর, কেন্দ্রীয় বিএনপির সদস্য শামসুল আলম, দক্ষিণ জেলা বিএনপির সাবেক আহ্বায়ক আবু সুফিয়ান, নগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান, কাজী বেলাল উদ্দিন, হারুন জামান, ইয়াছিন চৌধুরী লিটন, খোরশেদ আলম, কামরুল ইসলাম, আনোয়ার হোসেন লিপু, ইসমাইল হোসেন বালি, এম এ হালিম, শাহেদ বক্স, হাজী নুরুল আকতার, হামিদ হোসেন, হেলাল চৌধুরী, জসিম উদ্দিন মিন্টু, আকতার খান, নুরুল হক, এসএম মফিজুল্লাহ, খন্দকার নুরুল ইসলাম, সাদেকুর রহমান রিপন।
তাঁতীদল : গতকাল মঙ্গলবার বিকেলে কাজীর দেউড়ি কাঁচাবাজার সংলগ্ন সৈয়দ রহমান শাহ বায়তুর মামুর জামে মসজিদ প্রাঙ্গণে ১৫ নম্বর বাগমনিরাম ওয়ার্ড তাঁতীদলের উদ্যোগে বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন নগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ইয়াছিন চৌধুরী লিটন। উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সদস্য কামরুল ইসলাম, শাহ আলম, শফিক আহমেদ, আবু হাফেজ সেলিম, রফিক সর্দার, মো. ইছাক, দিদারুল ইসলাম, নূর হোসেন, রমজান, জামাল সর্দার, মো. মামুন মিয়া, ওবায়দুল হক, সাজ্জাদ হোসেন, সাইদুল, শাহীন, নাজিম উদ্দিন, লিটন, নবী হোসেন, ফরহাদ ও হাসান।
নগর ছাত্রদল : চট্টগ্রাম মহানগর ছাত্রদলের উদ্যোগে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় মিলাদ ও দোয়া মাহফিল গতকাল বাদ জোহর নাসিমন ভবন বিএনপি কার্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন নগর ছাত্রদলের আহ্বায়ক সাইফুল আলম, সদস্য সচিব শরিফুল ইসলাম তুহিন, আসিফ চৌধুরী লিমন, তারিকুল ইসলাম তানভীর, জিএম সালাউদ্দিন কাদের আসাদ, আরিফুর রহমান, শহিদুল ইসলাম সুমন, সাব্বির আহমেদ, এম এ হাসান বাপ্পা, মোহাম্মদ আনাছ, মোহাম্মদ ইসমাইল হোসেন, জাহেদ হোসেন খান জসি, নুরনবী মহররম, নুর জাফর নাঈম রাহুল, ফখরুল ইসলাম শাহীন, সদস্য ইমরান হোসেন বাপ্পী, আল মামুন সাদ্দাম, আব্বাস উদ্দিন, রকি হোসেন পিচ্চি।
থানা স্বেচ্ছাসেবক দল, যুবদল ও ছাত্রদল : পাহাড়তলী, খুলশী, হালিশহর ও ডবলমুরিং থানা যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের যৌথ উদ্যোগে গতকাল বিকেলে খালেদা জিয়ার সুস্থতা কামনায় পাহাড়তলী হাজী ক্যাম্প ঈদগাহ ময়দানে খতমে কোরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে বিশেষ মোনাজাত করেন চট্টগ্রাম নেছারিয়া কামিলা মাদ্রাসার প্রধান মুহাদ্দিস মাওলানা এনামুল হক সিকদার।
নগর ছাত্রদলের সদস্য সচিব শরিফুল ইসলাম তুহিনের সভাপতিত্বে ও মহানগর যুবদলের সহ সভাপতি ফজলুল হক সুমনের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন নগর যুবদলের সাবেক সভাপতি মোশাররফ হোসেন দিপ্তী। উপস্থিত ছিলেন বিএনপি নেতা শামসুল আলম (কমিশনার), জসিম উদ্দিন জিয়া, দিদারুর রহমান সুমন ও শাহজাহান কবির শাহিন।
চকবাজার থানা এবং ওয়ার্ড বিএনপি : চকবাজার থানা এবং ওয়ার্ড বিএনপির উদ্যোগে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় এক দোয়া মাহফিল গতকাল মঙ্গলবার স্থানীয় মসজিদে অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন সালাউদ্দিন কাউসার লাভু, রমজু মিয়া, আব্দুর রহিম, মো. বক্তেয়ার আলম, জাহেদুল আলম জাকু, এম এ হালিম বাবলু, মো. সোহেল, জহিরুদ্দিন জিয়া, আব্দুল মালেক, মো. জসিম উদ্দিন, জসিম বাদশা, হাসনাত মো. মাসুদ, মো. শওকত, শাহরিয়ার শরীফ খোকন, মো. ইব্রাহিম, মো. মিজান, আবুল কালাম, মো. এরশাদ, মো. গফুর, মো শওকত আলী, মো. আজিম, মো. জাশেদ, মো. মিন্টু, আনোয়ার মিয়া, মো. বাহাদুর, মো. শাহাজান, জসিম উদদীন, মো. ইদ্রিস, মো. সোহরাব হোসেন, মো. হাসান প্রমুখ।
সিএমইউজে : বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের (সিএমইউজে) উদ্যোগে খতমে কোরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার রাত ৮টায় সিএমইউজে মিলনায়তনে সংগঠনের সভাপতি ও বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) চট্টগ্রাম ব্যুরো প্রধান মোহাম্মদ শাহ নওয়াজের সভাপতিত্বে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এর আগে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে পবিত্র কোরআন খতম করেন ১০ জন আলেম।
খতমে কোরআন ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সদস্য সচিব ও দৈনিক আমার দেশ পত্রিকার আবাসিক সম্পাদক জাহিদুল করিম কচি, চট্টগ্রাম প্রেস ক্লাবের অন্তর্বর্তী কমিটির সদস্য দৈনিক কালের কন্ঠের ব্যুরো প্রধান মুস্তফা নঈম, সিএমইউজের সাধারণ সম্পাদক সালেহ নোমান, চট্টগ্রাম প্রেস ক্লাব নির্বাহী কমিটির সদস্য গোলাম মাওলা, সিএমইউজের কোষাধ্যক্ষ মজুমদার নাজিম উদ্দিন, সিনিয়র সদস্য আমিনুল ইসলাম, মাহবুবুল মাওলা রিপন, শহীদুল ইসলাম, হাসান মুকুল প্রমুখ।
দোয়া মাহফিল পরিচালনা করেন মাওলানা মোহাম্মদ হাবিবুল্লাহ। এর আগে সংক্ষিপ্ত বক্তব্যে নেতৃবৃন্দ বলেন, দেশের গণমাধ্যমের উন্নয়ন, সাংবাদিক সমাজের কল্যাণ এবং গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে বেগম খালেদা জিয়া ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদান চট্টগ্রামের সাংবাদিক সমাজ চিরদিন স্মরণ করবে।
জামাল খান ওয়ার্ড : বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় ২১ নম্বর জামাল খান ওয়ার্ড বিএনপির দোয়া মাহফিল গত সোমবার আসকার দীঘির পশ্চিম পাড় আতরজান জামে মসজিদে অনুষ্ঠিত হয়। মাহফিলের শুরুতে ওয়ার্ড বিএনপির আহ্বায়ক তৌহিদুস সালাম নিশাদ সংকটাপন্ন বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য লাভে সকলের নিকট দোয়া প্রার্থনা করেন।
মাহফিলে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির কার্যনির্বাহী কমিটির সাবেক সহ–সাধারণ সম্পাদক শাহেদ বক্স, সাবেক নির্বাহী সদস্য আবু মোহাম্মদ হোসেন চৌধুরী, কোতোয়ালী থানা বিএনপির সাবেক সভাপতি মঞ্জুর রহমান চৌধুরী, মহানগর বিএনপির কার্যনির্বাহী কমিটির সাবেক সদস্য আশরাফুজ্জামান স্বপন, জামাল খান ওয়ার্ড বিএনপির সদস্য সচিব দিদারুল ইসলাম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক কাজী শাহজাহান, যুগ্ম আহ্বায়ক আব্দুল আহাদ স্বপন, মোহাম্মদ সেলিম, মোহাম্মদ আলমগীর, আবু নাছের চৌধুরী পেয়ারু, আসাদুল ইসলাম সুমন, ওয়ার্ড বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সৈয়দ হারুনুর রশিদ হারুন, আবু বক্কর চৌধুরী, অ্যাডভোকেট আলমগীর চৌধুরী, নুর হোসেন, আকতার খান, কোতোয়ালী থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ইমরান হোসেন প্রমুখ।
বোয়ালখালী : সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বোয়ালখালী উপজেলার মুন্সিপাড়া জামিয়া ওয়াহেদিয়া আজিজুল উলুম মাদ্রাসা, খরনদ্বীপ এমদাদুল উলুম মাদ্রাসা ও আয়েশা ছিদ্দিকা (রাঃ) ইসলামিয়া বালিকা মাদরাসার আয়োজনে খতমে কুরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গত ৩০ নভেম্বর মাদ্রাসার মসজিদে আয়োজিত দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আজিজুল হক চেয়ারম্যান, চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ আজগর, বিএনপি নেতা মুসলিম উদ্দিন, আজাদ খাঁন, দৌলত মিয়া, শহীদুল আলম, মাওলানা কলিমউল্লাহ, মাওলানা তৈয়ব, মাওলানা ইউসুফ বিন ইয়াকুব, ক্বারী জুনায়েদ, মাওলানা মনসুর, খতিব মাওলানা ওমর ফারুক। মোনাজাত পরিচালনা করেন জামিয়া ওয়াহেদিয়ার সিনিয়র মুহাদ্দিস মাওলানা আজিজুল হক ও খরনদ্বীপ এমদাদুল উলুম মাদ্রাসার শিক্ষক মাওলানা মুহাম্মদ ইব্রাহীম প্রমুখ।












