খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল ও ইফতার বিতরণ

| বৃহস্পতিবার , ৬ মে, ২০২১ at ৫:৪৪ পূর্বাহ্ণ

বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় গতকাল কর্ণফুলী উপজেলা ছাত্রদলের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা ছাত্রদল নেতা কামরুদ্দীন সবুজের সভাপতিত্বে ও শাখাওয়াত হোসেন মিশুর সঞ্চালনায় দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের সভাপতি শহীদুল আলম শহীদ। প্রধান বক্তা ছিলেন দক্ষিণ জেলা যুবদলের সহ-সভাপতি আবু তাহের। আরো উপস্থিত ছিলেন মামুনুর রশিদ মামুন, মাহবুব আলম জনি, ফারুক হোসাইন, শফিউল করিম, কায়সার চৌধুরী, নুরুল ইসলাম, মো. ফারুক, জাহেদুল ইসলাম শামীম, আলমগীর হোসেন, মো. আজিজ, শাহেদুল আলম টিটু, আনসার জিয়া, গোলাম মোর্শেদ টিংকু, মনির, দিদার, সাদ্দাম হোসেন, রাশেদ খান মেনন, হারুনুর রশিদ, জিয়াউদ্দীন আনিস, ফরহাদুল ইসলাম হৃদয়, জালালউদ্দীন, মাহমুদুল ইসলাম রহিত, আবদুর রহিম, জয়নাল আবেদিন ফয়সাল, আয়াজ, আনিস জিসান, লিটন, মোরশেদ আলম, ইমতিয়াজ প্রমুখ।
ডা. শাহাদাত মুক্তি পরিষদ : বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি এবং মহানগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেনের কারামুক্তি কামনায় দোয়া মাহফিল ও ইফতার বিতরণ করা হয়েছে। গতকাল বুধবার বাদ আছর চকবাজার টাক শাহ মিয়া মসজিদ ও এতিমখানায় মহানগর ডা. শাহাদাত মুক্তি পরিষদের উদ্যোগে এই মাহফিল অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন পরিষদের সভাপতি আরিফ মেহেদী। পরিচালনায় ছিলেন সাধারণ সম্পাদক আলিফ উদ্দিন রুবেল। প্রধান অতিথি ছিলেন উপদেষ্টা জাহেদুল করিম কচি। উপস্থিত ছিলেন পরিষদের সহ সভাপতি জাফরুল ইসলাম রানা, সিনিয়র যুগ্ম সম্পাদক এন মোহাম্মদ রিমন, সহ সাংগঠনিক সম্পাদক মো. রাজ্জাক, মো. মিরাজ, চট্টগ্রাম কলেজ ছাত্রদল নেতা সাইফুল করিম প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধ১৫ দিনে ২৬ হাজার মিটার অবৈধ জাল জব্দ
পরবর্তী নিবন্ধপরিস্থিতি না বদলালে জুলাই থেকে অনলাইনে পরীক্ষা ঢাবিতে