খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল

সিডিএ সিবিএ

| বৃহস্পতিবার , ৮ জানুয়ারি, ২০২৬ at ৬:১৪ পূর্বাহ্ণ

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষসিডিএতে চউক জাতীয়তাবাদী দল সিবিএ’র আয়োজনে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় গতকাল বুধবার চউক জাতীয়তাবাদী দলসিবিএ কার্যালয়ে সভাপতি ফয়েজ আহম্মদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. মফিজুর রহমানের সঞ্চালনায় পবিত্র খতমে কোরআন, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন সিডিএ চেয়ারম্যান প্রকৌশলী মো. নুরুল করিম। বিশেষ অতিথি ছিলেন, কেন্দ্রীয় শ্রমিক দলের শ্রম বিষয়ক সম্পাদক এ এম নাজিম উদ্দিন, চউক সদস্য (অর্থ ও প্রশাসন) মোহাম্মদ নুরুল্লাহ নুরী, সদস্য (প্রকৌশল) প্রকৌশলী মো. জামিলুর রহমান, প্রধান প্রকৌশলী আহমেদ আনোয়ারুল নজরুল, এ জি সেলিম, এ এ এম হাবিবুর রহমান, মো. আনিসুল হক পাটওয়ারী, আহমেদ মঈনুদ্দিন, আবু ঈসা আনসারী, আ হ ম মিছবাহ উদ্দিন, সিডিএ সিবিএ নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য দেন, সহসভাপতি নাসির উদ্দিন মাহমুদ চৌধুরী, যুগ্মসম্পাদক মো. দেলোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক মো. হেমায়েত ইসলাম সবুজ, অর্থ সম্পাদক মো. শাহাদাত হোসেন, প্রচার সম্পাদক এম এ জা ইকবাল, কার্যকরী সদস্য মো. জাকির হোসেন, মো. আব্দুল মান্নান, সৈয়দ মো. জামাল উদ্দিন, মো. আবুল বশর, মো. আতিকুর রহমান চৌধুরী, মো. সরওয়ার হোসাইন, মো. আবিদ, মো. দিদার হোসেন প্রমুখ। মাহফিলে প্রধান অতিথি বলেন, বেগম খালেদা জিয়ার বলতেন গণতন্ত্র ছাড়া দেশের শান্তি ও অর্থনৈতিক অগ্রগতি হতে পারেনা। বিশেষ অতিথি বলেন, বেগম জিয়া বলেছেন প্রতিশোধ নয়, প্রতিহিংসা নয়, আসুন আমরা সবাই মিলে ঐক্যের বাংলাদেশ নিমাণ করি। শেষে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল পরিচালনা করেন মৌলানা হাফেজ মো. মুনির উদ্দিন ও মৌলানা হাফেজ মো. রাশিদুল ইসলাম। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধজনগণের অধিকার হরণের পরিণতি ভালো হয় না
পরবর্তী নিবন্ধবাংলাদেশ নৌবাহিনী পরিবার কল্যাণ সংঘের উদ্যোগে চট্টগ্রামে হস্তশিল্প মেলা