খালেদা জিয়ার রাজনৈতিক দর্শন কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ার প্রধান পাথেয়

কাপাসগোলা এ ইউনিট বিএনপির কর্মী সভায় সুফিয়ান

| রবিবার , ১১ জানুয়ারি, ২০২৬ at ১২:৩৩ অপরাহ্ণ

চট্টগ্রাম৯ সংসদীয় আসনের বিএনপি মনোনীত প্রার্থী আবু সুফিয়ান বলেছেন, সমৃদ্ধি ও শান্তির বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। সকলের সম্মিলিত প্রচেষ্টায় দেশকে সামনে এগিয়ে নিতে হবে। মানুষের গনতান্ত্রিক অধিকার পুনঃপ্রতিষ্ঠিত করে দলমত নির্বিশেষে সকলের জন্য একটি নিরাপদ দেশ গড়ে তোলাই বিএনপির লক্ষ্য। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আদর্শ ও রাজনৈতিক দর্শন জনগণের কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ার প্রধান পাথেয় হবে।

তিনি গতকাল শনিবার ১৬নং চকবাজার ওয়ার্ডের কাপাসগোলা এ ইউনিট বিএনপির উদ্যোগে আয়োজিত কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। ওয়ার্ড নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক শফিকুল আলম শফির সভাপতিত্বে ও চকবাজার থানা ছাত্রদলের সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি নুরুল আলম শিপুর সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন ইউসুফ শরীফ, রিয়াজুল সাত্তার মামুন, আব্দুস সালাম, শহিদুল ইসলাম খসরু, হারুনুর রশিদ জাসেদ, আকতারুল ইসলাম, বখতেয়ার আলম, ফরিদ আনসারী। উপস্থিত ছিলেন ইয়াসিন চৌধুরী লিটন, কামরুল ইসলাম, আনোয়ার হোসেন লিপু, মহসিন, মোহাম্মদ নাসির, মনজুর আলম, আনিসুজ্জামান সাইমন, আবু আহমেদ, রমজু মিয়া, জাহিদুল হক জাকু, এম এ হালিম বাবলু, মো. কামাল, সিরাজ, নুরুল হাসান টিপু, মোহাম্মদ ওসমান, মো. আলমগীর, জসীম, হিরু, মাসুদ রেজা, ইউসুফ, ইয়াসিন, মনসুর, রুবেল, রাহাতউল্লাহ রবিন, ইলিয়াস জিকু, বাপ্পি দে, আলাউদ্দিন আলো, ইমরান লিটন, আকতার, মোহাম্মদ এরশাদ আলী, হায়দার রানা, সুজন, বাদশা, মো. টিটু, মোহাম্মদ নিপু, ফরহাদুল ইসলাম তারেক, সিনবাদ, জাকির, মুন্না, সুমন, আলী, পারভেজ, মামুন, রাজু, ইমনসহ প্রমুখ।প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপ্রিমিয়ার ইউনিভার্সিটি পরিদর্শনে জাপানের প্রতিনিধি দল
পরবর্তী নিবন্ধমা ও শিশু হাসপাতাল গবেষণা ও দক্ষ মানব সম্পদ উন্নয়নে অবদান রেখে চলেছে