খালেদা জিয়ার মৃত্যুতে সাউদার্ন ইউনিভার্সিটির গভীর শোক

নিজস্ব প্রতিবেদক | মঙ্গলবার , ৩০ ডিসেম্বর, ২০২৫ at ১১:০২ অপরাহ্ণ

বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ইন্তেকালে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে সাউদার্ন ইউনিভার্সিটি বাংলাদেশ পরিবার।

এক শোকবার্তায় সাউদার্ন ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান খলিলুর রহমান এবং উদ্যোক্তা ও প্রতিষ্ঠাতা অধ্যাপক সরওয়ার জাহান মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন। শোকবার্তায় বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের সদস্যবৃন্দ, ভারপ্রাপ্ত উপাচার্য ড. শরীফ আশরাফউজ্জামান, রেজিস্ট্রার, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষক ও কর্মকর্তাবৃন্দ মরহুমার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

শোকবার্তায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ উল্লেখ করেন, দেশের গণতান্ত্রিক উত্তরণে আপোষহীন নেত্রী হিসেবে বেগম খালেদা জিয়ার অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। দেশ গঠন ও জাতীয় উন্নয়নে তাঁর অসামান্য ভূমিকার কথা জাতি চিরদিন শ্রদ্ধার সাথে স্মরণ রাখবে।

তারা আরও বলেন, তাঁর মৃত্যুতে দেশ একজন অভিজ্ঞ ও দেশপ্রেমিক রাজনীতিবিদকে হারালো, যা অপূরণীয় এক শূন্যতার সৃষ্টি করেছে।

পূর্ববর্তী নিবন্ধপ্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধখালেদা জিয়ার মৃত্যুতে মহানগর যুবদল নেতা দিদার খানের শোক