খালেদা জিয়ার মৃত্যুতে মহানগর যুবদল নেতা দিদার খানের শোক

নিজস্ব প্রতিবেদক | মঙ্গলবার , ৩০ ডিসেম্বর, ২০২৫ at ১১:০৭ অপরাহ্ণ

বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী, তিনবারের সাবেক সফল প্রধানমন্ত্রী এবং গণতান্ত্রিক আন্দোলনের আপোষহীন প্রতীক বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন চট্টগ্রাম মহানগর যুবদল নেতা দিদার খান।

এক লিখিত শোকবার্তায় দিদার খান বলেন, “আজ আমাদের পুরো জাতি গভীর শোক ও বেদনায় নিস্তব্ধ। বেগম খালেদা জিয়ার ইন্তেকালে জাতি এক মহান অভিভাবককে হারাল। দেশের গণতন্ত্র রক্ষা ও সাধারণ মানুষের অধিকার আদায়ে তাঁর ত্যাগ ও সংগ্রাম ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে।”

তিনি আরও বলেন, মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি এবং মহান আল্লাহর কাছে প্রার্থনা করি, তিনি যেন শোকসন্তপ্ত পরিবার ও দেশবাসীকে এই অপূরণীয় ক্ষতি কাটিয়ে ওঠার ধৈর্য ও শক্তি দান করেন।

শোকবার্তায় এই যুবদল নেতা মরহুমার রাজনৈতিক জীবনের আদর্শকে ধারণ করে আগামী দিনের গণতান্ত্রিক সংগ্রাম অব্যাহত রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

পূর্ববর্তী নিবন্ধখালেদা জিয়ার মৃত্যুতে সাউদার্ন ইউনিভার্সিটির গভীর শোক
পরবর্তী নিবন্ধবেগম খালেদা জিয়ার মৃত্যুতে প্রেসিডেন্সি ইন্টারন্যাশনাল স্কুল পরিবারের শোক