খালেদা জিয়ার মৃত্যুতে বিসিএমএ ও লোয়াবের শোক-সমবেদনা

| শুক্রবার , ২ জানুয়ারি, ২০২৬ at ৬:২১ পূর্বাহ্ণ

বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে শোক এবং পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে বাংলাদেশ সিমেন্ট ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন (বিসিএমএ) এবং এলপিজি অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (লোয়াব)। সংগঠন দুইটির প্রেসিডেন্ট মোহাম্মদ আমিরুল হক এক বিবৃতিতে বলেন, বেগম খালেদা জিয়া বাংলাদেশের রাজনৈতিক বিবর্তনের ইতিহাসে এক অনন্য ও প্রভাবশালী ব্যক্তিত্ব। আমাদের দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে তিনি সকল বাধা অতিক্রম করে দৃঢ়তা, সাহস এবং নিজের আদর্শের প্রতি অবিচল অঙ্গীকারের প্রতীক হয়ে উঠেছিলেন। তাঁর মৃত্যুতে বাংলাদেশের রাজনৈতিক ও জাতীয় জীবনে এক গভীর শূন্যতার সৃষ্টি হয়েছে। একইসঙ্গে তাঁর নেতৃত্বে অনুপ্রাণিত লক্ষ লক্ষ মানুষের হৃদয়ে নেমে এসেছে গভীর শোক।

তিনি বলেন, এই শোকাবহ সময়ে তাঁর জনসেবা ও দীর্ঘ সময় ধরে জনজীবনে তাঁর অবদানের কথা আমরা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি। বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে তাঁর অবদান আমাদের জাতীয় ইতিহাসের এক গুরুত্বপূর্ণ অংশ হিসেবে চিরস্মরণীয় হয়ে থাকবে। মহান আল্লাহ যেন তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন এবং তাঁর পরিবারপরিজন, প্রিয়জন, সহকর্মী ও শুভানুধ্যায়ীদের এই গভীর শোক সহ্য করার শক্তি, ধৈর্য ও সান্ত্বনা দান করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধই-সিগারেট, ভ্যাপ নিষিদ্ধ করে অধ্যাদেশ জারি
পরবর্তী নিবন্ধপটিয়ায় চুরির ১২ ঘণ্টার মধ্যে টেক্সি উদ্ধার, গ্রেপ্তার ১