খালেদা জিয়ার মুক্তি আন্দোলনে কৃষকদলকে এগিয়ে আসতে হবে

প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা সভায় ডা. শাহাদাত

| সোমবার , ১৩ ডিসেম্বর, ২০২১ at ৮:৫৩ পূর্বাহ্ণ

চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন বলেছেন, মানুষের সকল গণতান্ত্রিক অধিকার কেড়ে নিয়েছে এ সরকার। গণতন্ত্র প্রতিষ্ঠায় আমাদেরকে ঐক্যবদ্ধ আন্দোলনে এগিয়ে আসতে হবে। জাতীয়তাবাদী কৃষক দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হতে হবে। তিনি গতকাল জাতীয়তাবাদী কৃষক দলের ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নবগঠিত চট্টগ্রাম মহানগর কৃষক দলের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। প্রধান বক্তার বক্তব্যে মহানগর বিএনপির সদস্য সচিব আবুল হাশেম বক্কর বলেন, ভোটারবিহীন এই অবৈধ সরকার জনগণের সকল অধিকার হরণ করে দেশে একনায়কতন্ত্র প্রতিষ্ঠা করেছে। মানুষ আজ কথা বলার স্বাধীনতা হারিয়ে ফেলেছে। মহানগর কৃষক দলের আহ্‌বায়ক মো. আলমগীরের সভাপতিত্বে এবং সদস্য সচিব কামাল পাশা নিজামীর সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন নগর বিএনপির আহবায়ক কমিটির সদস্য মনজুর আলম মঞ্জু, কামরুল ইসলাম, শওকত আলী বাবুল, নাজিমুল হক নাজু, সাবের আহমেদ (টারজেন), ইয়াসিন রেজা রাজু, শাহ আলম, জাহাংগীর আলম, নজরুল, ওয়াহিদুল আলম কানন, মো. সেকান্দর, মো. দেলোয়ার, শাহ আলম, আজম খান, আলমগীর, ফারুক, জসিম উদ্দীন, তাজুল ইসলাম, রানা, শাহজান, আব্দুল করিম, নেজামী, মন্‌জুর আলম প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধদক্ষিণ কাট্টলী ওয়ার্ডে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন
পরবর্তী নিবন্ধওয়েল গ্রুপ হতে দুই সহোদর আবারো পেলেন সিআইপি মর্যাদা