উত্তর জেলা কৃষক দল : বেগম খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার দাবিতে চট্টগ্রাম উত্তর জেলা কৃষক দলের বিক্ষোভ সমাবেশ ষোলশহর ২নং গেইটে গতকাল অনুষ্ঠিত হয়। এতে চট্টগ্রাম উত্তর জেলা কৃষক দল সাধারণ সম্পাদক বদিউল আলম বদরুল বলেন, বেগম খালেদা জিয়া গণতন্ত্রের আপসহীন নেত্রী। এখনও ফৌজদারি কার্যবিধির ৪০১ ধারায় সরকার খালেদা জিয়াকে মুক্তি দিয়ে বিদেশে চিকিৎসার ব্যবস্থা করতে পারে। তিনি অবিলম্বে খালেদা জিয়াকে মুক্তি দিয়ে বিদেশে উন্নত চিকিৎসার ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহ্বান জানান। উত্তর জেলা কৃষক দলের সিনিয়র সহ সভাপতি নাসিরুল কবির মনিরের সভাপতিত্বে ও নাসিম উদ্দিন সিকদারের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন জুলফিকার আলি ভুট্টো, জাহিদুল হাসান বিপ্লব, বেলাল উদ্দিন, কাউসার কমিশনার, জসিম উদ্দিন মুন্সী, মো. মহিউদ্দীন, শওকত আলী মহব্বত, মান্নান, মোহাম্মদ শহিদুল্লাহ, তারা মেম্বার, আনোয়ার হোসেন, আহাম্মদ শফি, ইসমাইল মেম্বার, ফোরকান, রফিকুল ইসলাম, ইউসুফ, ইব্রাহিম, ভোলা মিয়া, মহিউদ্দিন প্রমুখ।
চকবাজার থানা ছাত্রদলের অনশন : বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার দাবিতে অনশনে বসেছে চট্টগ্রাম মহানগর ছাত্রদলের আওতাধীন চকবাজার থানা ছাত্রদল। গতকাল শুক্রবার বাদ জুমার চট্টগ্রাম মহানগর বিএনপির নসিমন ভবন কার্যালয় প্রাঙ্গণে চকবাজার থানা ছাত্রদল নেতা আব্দুল কাদের ও রাসেল উদ্দিনের নেতৃত্বে অনশনে বসে চকবাজার থানা ছাত্রদলের নেতৃবৃন্দ। অনশনে আরও অংশগ্রহণ করেন চকবাজার থানা ছাত্রদল নেতা হামিদ হোসেন হামিদ, জুয়েল, আরাফাত, মোবারক, সাকিব, রিয়াজ, রিদওয়ান, সাজ্জাদ, ইউনুস, বাপ্পি ও মহিউদ্দিন প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।












