খালেদা জিয়ার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল, শরিক হলেন তারেক

| শনিবার , ৩ জানুয়ারি, ২০২৬ at ৫:১২ পূর্বাহ্ণ

সদ্য প্রয়াত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনা করে মিলাদ ও দোয়া মাহফিল হয়েছে। গুলশানের কেন্দ্রীয় আজাদ মসজিদে গতকাল শুক্রবার আসর নামাজের পর এ অনুষ্ঠানে খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমান, ছোট ভাই শামীম এস্কান্দারসহ পরিবারের সদস্যরা অংশ নেন। খবর বিডিনিউজের।

দলটির জ্যেষ্ঠ নেতাদের মধ্যে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, আবদুল মঈন খান, ইকবাল তহাসান মাহমুদ টুকু, এজেডএম জাহিদ হোসেন, আলতাফ হোসেন চৌধুরী, মীর নাসির, আসাদুজ্জামান রিপন, আবদুস সালাম, জয়নুল আবেদীন, মাসুদ আহমেদ তালুকদার, রুহুল কবির রিজভী, হাবিব উন নবী খান সোহেল, শহিদ উদ্দিন চৌধুরী এ্যানি, রশিদুজ্জামান মিল্লাত, শামসুর রহমান শিমুল বিশ্বাস, আমিনুল হকসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন। নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নাসহ অন্যান্য রাজনৈতিক দলের নেতারাও উপস্থিত ছিলেন। এদিন জুমার নামাজের পর বায়তুল মোকাররম জাতীয় মসজিদসহ দেশের অন্যান্য মসজিদেও দোয়ার অনুষ্ঠান হয়েছে। প্রার্থনা হয়েছে বিভিন্ন মন্দির ও গীর্জায়।

পূর্ববর্তী নিবন্ধখালেদা জিয়ার মৃত্যুতে সৌদি বাদশাহ ও যুবরাজের শোক
পরবর্তী নিবন্ধঘন কুয়াশা, ঢাকার চারটি বিমান নামল চট্টগ্রামে