খালেদা জিয়ার মাগফিরাত কামনায় ওয়াসা শ্রমিক দলের দোয়া মাহফিল

| শনিবার , ১৭ জানুয়ারি, ২০২৬ at ৭:৩১ পূর্বাহ্ণ

চট্টগ্রাম ওয়াসা জাতীয়তাবাদী শ্রমিক কর্মচরী দলের উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বৃহস্পতিবার বিকাল ৪ টায় চট্টগ্রাম ওয়াসা প্রধান কার্যালয়ে খতমে কোরআন, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এতে চট্টগ্রাম ওয়াসা জাতীয়তাবাদী শ্রমিক কর্মচরী দলের সভাপতি মো: মামুনুর রশিদের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন জাতীয়তাবাদী শ্রমিক দল চট্টগ্রাম বিভাগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এ. এম. নাজিম উদ্দিন। প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম০৯ সংসদীয় আসনের এমপি প্রার্থী আলহাজ্ব আবু সুফিয়ান, বিশেষ অতিথি ছিলেন জাতীয়তাবাদী শ্রমিক দল চট্টগ্রাম বিভাগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা কাজী শেখ নুরুল্লাহ বাহার, চট্টগ্রাম প্রেস ক্লাব সভাপতি জাহিদুল করিম কচি, ইয়াছিন চৌধুরী লিটন, আনোয়ার হোসেন লিপু, . . জামাল, শফিকুল ইসলাম শফি চেয়ারম্যান, এড. ইকবাল হোসেন, আবু বক্কর ছিদ্দিক, রফিকুল ইসলাম প্রমুখ। এতে আরো উপস্থিত ছিলেন চট্টগ্রাম ওয়াসার কার্যকরী সভাপতি কামাল খান, কাজী মহিউদ্দিন মানিক, বেলায়েত হোসেন, আবু জাফর, মো: শাহজাহান, ফরহাদ হোসেন, মো: জাকারিয়া, মোহাম্মদ গাজী, মো: খোকন, বোরহান উদ্দিন, সোহাগ প্রমুখ নেতৃবৃন্দ। মিলাদ মাহফিল পরিচালনা করেন চট্টগ্রাম ওয়াসা জাতীয়তাবাদী শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ মিয়া। দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধহাবিলাসদ্বীপ উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র পরিষদের পুনর্মিলনী আজ
পরবর্তী নিবন্ধতাযকেরা-এ-চেরাগে উম্মতে আহমদী (দ.) মাহফিল আজ