সদরঘাট থানা যুবদল : চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর বলেছেন, বেগম খালেদা জিয়া ছিলেন এমন এক নেত্রী, যিনি বাংলাদেশকে হৃদয় দিয়ে ভালোবাসতেন। তিনি গতকাল শুক্রবার বিকেলে মাঝিরঘাট রোডস্থ বাইতুস সালাত মসজিদ লেইনের সামনে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় সদরঘাট থানা যুবদলের উদ্যোগে আয়োজিত কোরআন খতম, দোয়া মাহফিল ও কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। সদরঘাট থানা যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক নুর খাঁনের সভাপতিত্বে ও সদস্য সচিব মোহাম্মদ রাশেদের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন মহানগর বিএনপির আহবায়ক কমিটির সদস্য জয়নাল আবেদীন জিয়া, হাজী মো. সালাহউদ্দিন, মসিউল আলম স্বপন। উপস্থিত ছিলেন মহানগর বিএনপি নেতা মোহাম্মদ আলী, মোস্তাফিজুর রহমান মোস্তাক, আজম খাঁন, পূর্ব মাদারবাড়ী ওয়ার্ড বিএনপির আহবায়ক আজিজুল ইসলাম বাদল, যুগ্ম আহবায়ক আলী আহমেদ, সালাউদ্দিন জুয়েল, ইলিয়াস রাশেদ, মহানগর যুবদলের সাবেক সহ সম্পাদক আনোয়ার হোসেন, নুর জাহেদ বাবলু, সদরঘাট থানা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ইয়াসির আরাফাত, সদস্য সচিব আনোয়ারুল আবেদিন মুন্না, সিনিয়র যুগ্ম শেখ আলম রাজু, পশ্চিম মাদারবাড়ী ওর্য়াড স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মো. মুরাদ, যুগ্ম আহবায়ক ইসমাইল হোসেন রনি, সদরঘাট থানা যুবদল নেতা মো. হারুন, জিয়াউদ্দিন, আজাদ আহমেদ রকি, জিলানী, ইউসুফ, সাদ্দাম, সাজু, খলিলুর রহমান, মো. লিটন, মো. রাব্বি, শ্রমিক দল নেতা সিরাজুদ্দৌলাহ, মো. রুবেল, কামাল উদ্দিন, কিসমত প্রমুখ।

বাংলাদেশ মহিলা সমিতি শিশু সদন : সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বাংলাদেশ মহিলা সমিতি শিশু সদনের ছাত্রদের নিয়ে গতকাল খতমে কোরআন, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। এতে উপস্থিত ছিলেন সদনের সুপার মাওলানা মো. আব্দুল কাদের, শিক্ষক মু. আজিজ উল্লাহ, শিক্ষক মু. এমরান হোসেনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আনোয়ারা : আনোয়ারা প্রতিনিধি জানান, আনোয়ারায় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন প্রয়াত বেগম খালেদা জিয়ার মাগফিরাত কামনায় খতমে কোরআন ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। উত্তর বন্দর মেরিন একাডেমী সড়কের বেড়িবাঁধে বসবাসকারী স্থানীয়দের উদ্যোগে গতকাল সন্ধ্যায় স্থানীয় মইনুদ্দিন আল কাদেরী (রহ🙂 মাদ্রাসায় এটি অনুষ্ঠিত হয়। আয়োজক কমিটির সদস্য বখতিয়ার খানের সভাপতিত্বে ও ওবাইদুল হক তুহিনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আনোয়ারা কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক ফরিদ উদ্দীন খান মিল্টন। প্রধান বক্তা ছিলেন, দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিযর যুগ্ম আহ্বায়ক ইকবাল হায়দার চৌধুরী। অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, আনোয়ারা উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক জামাল উদ্দীন, রহিম উদ্দীন, নুর উদ্দীন, জানে আলম, খলিলুর রহমান, আলী হোসেন, ফরহাদ বুলবুল, নুরুল আবছার, মো. আলমগীর, মামুন, জহির, জানে আলম, আবদুর হক, রুবেল, ওসমান, সেলিম, জিসান, ফারুক, হৃদয় প্রমুখ। মুনাজাত পরিচালনা করেন হাফেজ ফজলুল করিম। খতমে কোরআন ও দোয়া মাহফিলে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। সেই সাথে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ জিয়া পরিবারের সকল সদস্যদের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করা হয়। সভায় মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী, স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের কয়েক শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

পটিয়া উপজেলা ও পৌরসভা বিএনপি : পটিয়া প্রতিনিধি জানান, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে পটিয়া উপজেলা ও পৌরসভা বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের দোয়া মোনাজাতের আয়োজন করা হয়। শুক্রবার বাদে জুমা পটিয়া মডেল মসজিদে এ দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়। এ দোয়া ও মুনাজাতে অংশ নেন চট্টগ্রাম–১২ পটিয়া আসনে বিএনপি থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনীত এমপি প্রার্থী ও জেলা বিএনপি নেতা এনামুল হক এনাম। পটিয়া উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব খোরশেদ আলমের সঞ্চালনায় এতে অংশ নেন পৌরসভা বিএনপি সাবেক আহবায়ক ও সাবেক মেয়র নুরুল ইসলাম সওদাগর, উপজেলা বিএনপির সাবেক সভাপতি নুরুল আমিন এমএসসি, জেলা বিএনপি সাবেক নেতা মোজাম্মেল হক, উপজেলা বিএনপি নেতা শফিকুল ইসলাম চেয়ারম্যান, যুগ্ম–আহ্বায়ক আবুল ফয়েজ, মফ্ফজল আহম্মদ চৌধুরী, আব্দুল মাবুদ, সাইফুদ্দীন আহম্মদ, এ কে এম জসিম, হাজি কামাল, মোজাম্মেল হক চৌধুরী, জেলা যুবদলের সহ–সভাপতি শাহাজান চৌ, জেলা জাসাসের সদস্য সচিব মো. নাছির, জেলা কৃষকদলের সদস্য সচিব মীর জাকের, জেলা ছাত্রদলের যুগ্ম–আহ্বায়ক এস এম নয়ন, উপজেলা যুবদলের সদস্য সচিব ওয়াহিদুল আলম পিবলু, পৌরসভা যুবদলের সদস্য সচিব হাবিবুর রহমান রিফন, সিনিয়র যুগ্ম–আহ্বায়ক আক্তারুজ্জামান বাবলু, উপজেলা সেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক ওবাইদুল হক রিকু, সদস্য সচিব জাহেদুল ইসলাম, পৌরসভা সেচ্ছাসেবক দলের সাবেক মীর সাইফু, সদস্য সচিব আব্দুল কাদের, উপজেলা কৃষকদলের আহ্বায়ক মাহবুবুল আলম ফারবেজ, পৌরসভা কৃষকদলের আহ্বায়ক বুলবুল হোসেন নান্নু, সদস্য সচিব আলমগীর, পৌরসভা বিএনপির সাবেক সহ সভাপতি তৌহিদুল আলম, উপজেলা বিএনপি নেতা দিদারুল ইসলাম, মির্জা মো: আবছার, বোরহান উদ্দীন, জাকির হোসেন মেম্বার, মোহাম্মদ মামুন, আলী হোসেন, পৌরসভা যুবদল নেতা আখতারুজ্জামান বাবলু, আবদুল ওয়াহাব মুন্সি, আবদুল আলম মেম্বার, আবছার উদ্দীন, সেকান্দার হোসেন নয়ন, ইমরানুল হক বাহাদুর, জালাল উদ্দীন ছোটনসহ বিএনপি, যুবদল, কৃষক দল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, ওলামা দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ এ দোয়া মাহফিলে অংশ নেন।

সীতাকুণ্ড উপজেলা বিএনপি : সীতাকুণ্ড প্রতিনিধি জানান, বিএনপি চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সীতাকুণ্ড উপজেলা বিএনপির উদ্যোগে সপ্তাহব্যাপী কর্মসূচির অংশ হিসেবে চতুর্থ দিনের মতো খতমে কোরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বাদ জুমা সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারী স্টেশন এলাকায় অবস্থিত ফকিরা জামে মসজিদে অনুষ্ঠিত দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন চট্টগ্রাম–৪ আসনের বিএনপির প্রার্থী মোহাম্মদ আসলাম চৌধুরী।
এছাড়া এদিন বাদ আছর আসলাম চৌধুরীর বাড়ীতে অনুষ্ঠিত হয় খতমে কোরআন ও দোয়া মাহফিল। ফকিরা জামে মসজিদের খতিব মাওলানা মামুনুল হক দোয়া মাহফিলে মোনাজাত পরিচালনা করেন। এতে জুমার নামাজে আগত মুসল্লীরাও দোয়া মাহফিলে অংশ নেয়। মোনাজাতে মরহুমা বেগম খালেদা জিয়ার বিদেহী আত্নার মাগফেরাত কামনা করে দেশবাসীর নিকট দোয়া কামনা এবং দেশ–জাতির শান্তি ও সমৃদ্ধি কামনা করা হয়। সেই সাথে মরহুমা বেগম জিয়ার পরিবার ও দেশবাসীকে এ শোক সইবার শক্তি দেয়ার জন্য মহান রবের দরবারে দোয়া করা হয়।












