খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি দাবি

রাঙামাটিতে বিএনপির পদযাত্রা

রাঙামাটি প্রতিনিধি | রবিবার , ২০ আগস্ট, ২০২৩ at ১১:১২ পূর্বাহ্ণ

বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি, উন্নত চিকিৎসা ও সরকারের পদত্যাগের দাবিতে রাঙামাটিতে পদযাত্রা ও সমাবেশ করেছে বিএনপি। গতকাল শনিবার বেলা ১১টার দিকে জেলা শহরের বিএনপির কার্যালয়ের সামনে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ এর আগে এক পদযাত্রা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালযে এসে শেষ হয়। কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে রাঙামাটি বিএনপির উদ্যোগে এ পদযাত্রা ও সমাবেশের আয়োজন করা হয়। রাঙামাটি জেলা বিএনপির সভাপতি দীপেন তালুকদারের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন সাবেক পার্বত্য উপমন্ত্রী মনি স্বপন দেওয়ান, কেন্দ্রিয় বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক এ্যাড. দীপেন দেওয়ান, জেলা বিএনপির সহ সভাপতি অ্যাড. সাইফুল ইসলাম পনির, আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক এ্যাড. মামুনুর রশিদ মামুন, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম শাকিল প্রমূখ।

পূর্ববর্তী নিবন্ধবঙ্গবন্ধুর প্রতিকৃতিতে সৈয়দ নজরুল ইসলামের শ্রদ্ধাঞ্জলি
পরবর্তী নিবন্ধজলিল-জাহান ফাউন্ডেশনের হিফজুল কুরআন প্রতিযোগিতা সম্পন্ন