খালেদা জিয়ার নতুন বাংলাদেশের স্বপ্ন পূরণ করবেন তারেক রহমান

রাঙ্গুনিয়ায় গণমিছিলে হুমাম কাদের চৌধুরী

রাঙ্গুনিয়া প্রতিনিধি | শুক্রবার , ৩০ জানুয়ারি, ২০২৬ at ৫:৩৫ পূর্বাহ্ণ

রাঙ্গুনিয়ায় নির্বাচনী গণমিছিল করেছে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী হুমাম কাদের চৌধুরী। গতকাল বৃহস্পতিবার উপজেলার মরিয়মনগর ডিসি সড়কের আলমশাহ পাড়া এলাকা থেকে মিছিলটি তার নেতৃত্বে বের করা হয়। এটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উত্তর রাঙ্গুনিয়া উচ্চ বিদ্যালয় মাঠে গিয়ে শেষ হয়। এতে হাজার হাজার নেতাকর্মী অংশগ্রহণ করেন। পরে আয়োজিত জনসভায় বক্তব্য দেন হুমাম কাদের চৌধুরী। তিনি বলেন, আমরা বেগম খালেদা জিয়ার নেতৃত্বে গত ১৭ বছর লড়াই করেছি। তিনি এখন আর আমাদের মাঝে নেই, তবে তাঁর নতুন বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়ন করবেন তার সুযোগ্য সন্তান তারেক রহমান। এদিকে গণমিছিল ও সমাবেশকে ঘিরে উত্তর রাঙ্গুনিয়াজুড়ে দলীয় নেতাকর্মীদের মাঝে ব্যাপক উচ্ছ্বাস দেখা গেছে। একই রকম টিশার্ট গায়ে যুবকদের দেখা গেছে গণমিছিলে অংশ নিতে। সবাই একযোগে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।

পূর্ববর্তী নিবন্ধ‘নবযাত্রা’ বুঝে নিল বাংলাদেশ শিপিং করপোরেশন
পরবর্তী নিবন্ধড. জ্ঞানশ্রী মহাস্থবিরের মতো ক্ষণজন্মা মহাপুরুষ বাঙালি বৌদ্ধদের মাঝে বিরল