সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে আসা এক ব্যক্তির মৃত্যু হয়েছে। নিরব হোসেন নামে (৫৬) ওই ব্যক্তি পটুয়াখালী থেকে এসেছিলেন। তার বাড়ি বাউফল থানার ডালিমিয়া গ্রামে। গতকাল বুধবার দুপুরে মানিক মিয়া অ্যাভিনিউয়ে জানাজা শেষে হুড়োহুড়ি করে বের হওয়ার সময় তিনি অসুস্থ হয়ে পড়ে যান বলে পুলিশ জানিয়েছে।
ডিএমপির অতিরিক্ত উপকমিশনার ফজলুল করিম বলেন, মানিক মিয়া অ্যাভিনিউয়ের পশ্চিম উত্তর কোণে সংসদ ভবনের কবরস্থান গেটের কাছে তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে তার সঙ্গে থাকা লোকজন উদ্ধার করে সোহরাওয়ার্দী হাসপাতালের জরুরি বিভাগে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর বিডিনিউজের।
প্রাথমিকভাবে তথ্য অনুযায়ী অতিরিক্ত ভিড়ের চাপে অসুস্থ হয়ে তার মৃত্যুর কথা বলছেন পুলিশের এ কর্মকর্তা। তার পরিবারকে খবর দেওয়া হয়েছে। অভিযোগ না থাকলে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করার কথা বলেছে পুলিশ।












