খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে দোয়া মাহফিল

আজাদী ডেস্ক | শনিবার , ১৬ আগস্ট, ২০২৫ at ৬:১৯ পূর্বাহ্ণ

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকী উপলক্ষে তাঁর সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বাদে মাগরিব নগরীর দোস্ত বিল্ডিংস্থ দক্ষিণ জেলা বিএনপির দলীয় কার্যালয়ে আয়োজিত এ মাহফিলে একাত্তরের মহান মুক্তিযুদ্ধ, নব্বইয়ের গণতান্ত্রিক আন্দোলন ও ২০২৪ সালের স্বৈরাচার বিরোধী গণঅভ্যুত্থানে নিহত সকল শহীদের আত্মার মাগফেরাত কামনা এবং আহতদের সুস্থতা কামনা করেও বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব লায়ন হেলাল উদ্দিন। অনুষ্ঠান উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম আহবায়ক আলী আব্বাস, যুগ্ম আহবায়ক মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা, নুরুল আনোয়ার চৌধুরী, রেজাউল করিম নেচার, সাইফুদ্দীন সালাম মিঠু, সদস্য বদরুল খায়ের চৌধুরী, আমিনুর রহমান চৌধুরী, কামরুল ইসলাম হোসাইনী, জহিরুল ইসলাম চৌধুরী আলমগীর, মাষ্টার লোকমান, মাস্টার রফিক, সরওয়ার হোসেন মাসুদ, জাহাঙ্গীর কবির, জসিম উদ্দিন, মোজাম্মেল হক বেলাল, শেফায়েত উল্লাহ চক্ষু, ইখতিয়ার হোসেন ইফতু, দিল মোহাম্মদ মনজু, মেহেদী হাসান সুজন, মো: ইসমাইল, এম মনছুর উদ্দিন, খন্দকার হেলাল উদ্দিন সিআইপি, দেলোয়ার আজিম, শাহাদাত হোসেন সুমন, জাবের আহমদ, ফোরকান, আবদুল করিম, মাষ্টার জসিম চেয়ারম্যান, রফিক ডিলার, আবদুল মাবুদ মাবু, লায়ন নাছির উদ্দিন, এ্যাডভোকেট এরফানুর রহমান, জাহাঙ্গীর আলম, সাইফুল করিম, নাছির উদ্দিন, আবু আহমদ, ইসমাইল বিন মনির, তারেক রহমান, আনিসুর রহমান আনাস, সজিব, রিপন, তৈয়ব সহ দক্ষিণ জেলা বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ।

দেশ রক্ষা তারেক মঞ্চ : চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি বলেছেন, এরশাদ বিরোধী আন্দোলন থেকে শুরু করে জাতির প্রতিটি ক্রান্তিলগ্নে ও গণতান্ত্রিক আন্দোলনে সামনে থেকে নেতৃত্ব দিয়েছিলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। তিনি জাতীয়তাবাদী শক্তির ঐক্যের প্রতীক। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকী উপলক্ষে দেশ রক্ষা তারেক মঞ্চ চট্টগ্রামের উদ্যোগে গতকাল বাদ জুমা ফয়েজলেক নূরিয়া মাদ্রাসা ও এতিমখানা প্রাঙ্গণে খতমে কুরআন দোয়া ও তাবারুক বিতরণে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর যুবদলের সহ সভাপতি ফজলুল হক সুমন, জিয়াউল হুদা, হেলাল হোসেন, মোশারফ আমিন সোহেল, শাহজালাল পলাশ, মোহাম্মদ আলী, আহাদ আলী সায়েম, আব্দুল করিম, শওকত খান রাজু, রাজিম উদ্দিন আকন্দ, দেলোয়ার হোসেন ফরহাদ, মোহাম্মদ ইউনুস, আনোয়ার হোসেন, মনসুর আহমেদ মোহন, কাউসার হোসেন লেদু, ইব্রাহিম খলিল সবুজ, এম এস এইচ অভি, মোঃ ইমন, ওমর ফারুক, কামরুর শাকির মাহমুদ রাহাদ, ইমতিয়াজ জেসিন, মিনহাজ উদ্দিন রাব্বি সহ প্রমুখ নেতৃবৃন্দ।

কর্ণফুলী উপজেলা বিএনপি : বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মদিন উপলক্ষে কর্ণফুলী উপজেলা বিএনপির মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নিরাপদ ও সম্মানজনক স্বদেশ প্রত্যাবর্তনের জন্যও বিশেষ মোনাজাত করা হয়। গতকাল শুক্রবার বিকালে কর্ণফুলী আব্দুল জলিল চৌধুরী কলেজ এন্ড স্কুল জামে মসজিদে এ দোয়া মাহফিলের আয়োজন করেন উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। কর্ণফুলী উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র সদস্য এস এম মামুন মিয়ার সভাপতিত্বে ও দক্ষিণ জেলা বিএনপির সদস্য হাজী মো. ওসমানের সঞ্চলনায় দোয়া মাহফিলে অংশ নেন জেলা বিএনপির সদস্য সালেহ জহুর, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুল গফুর মেম্বার, সোলাইমান দোভাষী, আব্দুল কাদের সুজন, আবু তৈয়ব কন্টাক্টর, ইদ্রিস হায়দার, কাজী মঈন উদ্দীন টিপু, আবু তাহের, মো: সালাউদ্দিন, সেলিম খাঁন, মামুনুর রশীদ, মো: ফারুক, জাহিদুল ইসলাম শামিম, তৈয়বুল আলম আংকুর, মনির উদ্দিন, শাখাওয়াত হোসেন মিশু প্রমুখ। এছাড়াও অনুষ্ঠানে উপজেলার অঙ্গ সংগঠনের বিভিন্ন ইউনিটের নেতারা উপস্থিত ছিলেন।

মহানগর শ্রমিক দল : বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মদিন উপলক্ষে চট্টগ্রাম মহানগর শ্রমিক দলের উদ্যোগে দোয়া মাহফিল ও তাবারুক বিতরণ স্টেশন রোড মসজিদে আজ শুক্রবার অনুষ্ঠিত হয়।

মাহফিলে সভাপতিত্ব করেন চট্টগ্রাম মহানগর শ্রমিক দলের সভাপতি পদপ্রার্থী নজরুল ইসলাম মিয়াজী। এতে উপস্থিত ছিলেন মহানগর শ্রমিক দলের নেতা ইয়াছিন আরাফাত বিটু, মহানগর যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সেলিম মোঃ সেলিম, চালক দলের সাধারণ সম্পাদক হাজী মোঃ জসিম উদ্দিন, শ্রমিক নেতা মোঃ গিয়াস উদ্দিন বাবলু, শ্রমিক নেতা মোহাম্মদ মিজান, শ্রমিক নেতা মোঃ তপন, সেলিম, আব্দুর রব, নুরুল আবছার, শ্রমিক নেতা আনোয়ার আজিম রাসেল, মাইন উদ্দিন, মোঃ সোহাগ, মোঃ তারেক, আহম্মদ উল্লাহ, মোহাম্মদ সারোয়ার, মো. আনোয়ার, আনোয়ার, এডভোকেট ফিরোজ আলম, জাকির, মোঃ দেলোয়ার হোসেন, মিজানুর রহমান মিঠু, আরিফ, তালেব, খালেক, হানিফ, বাদশা, সাহাবুদ্দিন পারভেজ বেসিক ইউনিয়নসহ বিভিন্ন থানা ও ওয়ার্ডের নেতৃবৃন্দ। এছাড়াও সাবেক নেতৃবৃন্দসহ অসংখ্য শ্রমিক নেতাকর্মী দোয়া মাহফিলে অংশ নেন। দোয়া মাহফিলে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা, দীর্ঘায়ু এবং দেশের কল্যাণ কামনা করা হয়।

২১নং জামাল খান ওয়ার্ড বিএনপি : খালেদা জিয়ার ৮১ তম জন্মদিন উপলক্ষে তার সার্বিক সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় এবং একই সাথে ’৭১ এর মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী শহীদগণ, ’৯০ এর গণতান্ত্রিক আন্দোলন ও ’২৪ এর গণ অভ্যুত্থানে শহীদদের আত্মার মাগফেরাত ও আহতদের সুস্থতা কামনায় গতকাল বাদ জুমা ২১নং জামাল খান ওয়ার্ড বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের মিলাদ ও দোয়া মাহফিল মোমিন রোড ঝাউতলা বায়তুল ফালাহ জামে মসজিদে অনুষ্ঠিত হয়। মাহফিলের শুরুতে জামাল খান ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক তৌহিদুস সালাম নিশাদ উপস্থিত সকলের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির কার্যনির্বাহী কমিটির সাবেক সদস্য আবু মোহাম্মদ হোসেন চৌধুরী, কোতোয়ালী থানা বিএনপির সাবেক সহসভাপতি আব্দুল আহাদ স্বপন, ওয়ার্ড বিএনপির সাবেক সহসভাপতি কাজী শাহজাহান, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জাহেদুল আলম, মোহাম্মদ হাসান, অ্যাডভোকেট আলমগীর চৌধুরী, মোহাম্মদ মনসুর, আকতার খান, শাহাদাত হোসেন চৌধুরী দৌলত প্রমুখ। এছাড়াও জামাল খান ওয়ার্ড বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠন এর বিপুল সংখ্যক নেতাকর্মী উক্ত মাহফিলে অংশ নেন। মোনাজাত পরিচালনা করেন বায়তুল ফালাহ জামে মসজিদের পেশ ইমাম মাওলানা জাহাঙ্গীর আলম।

উত্তর সাতকানিয়া বিএনপি : বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ৮০ তম জন্মবার্ষিকী উপলক্ষে উত্তর সাতকানিয়া বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে মিলাদ ও দোয় মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উত্তর সাতকানিয়া বিএনপি নেতা মোঃ আবুল হোসেনের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আলহাজ্ব রাজিব জাফর চৌধুরী। উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিএনপি নেতা অধ্যাপক এহসানউল মোলা, ইলিয়াছ বাবুল, জসিম উদ্দীন, আরমান, আমির হোসেন, তসলিম উদ্দীন, নুরুল কবির, নাছির, আবু ছালেক ও উসমান, দক্ষিণ জেলা যুবদল নেতা ইঞ্জিনিয়ার আবুল কালাম, চন্দনাইশ উপজেলা যুবদল নেতা মো. ফারুক মিয়া, জাগিরর হোসেন, মোঃ সুমন খান, ধর্মপুর ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, যুবদল নেতা আজম আলমগীর, মাহবুবুল আলম, আনোয়ার, নুরুল আলম, লোকমান ও আব্দুস শুক্কুর, দক্ষিণ জেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক অলিউল হোসেন রুবেল, ছাত্রদল নেতা উমর ফারুক, ইমন, রাকিব ও আরিয়ান, শ্রমিকদল নেতা হাবীব, মোস্তাক ও নাজিম উদ্দীন।

৩০নং ওয়ার্ড বিএনপি : ৩০নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের ব্যবস্থাপনায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম নগরীর ঐতিহ্যবাহী হাজী নছু মালুম জামে মসজিদে উনার রোগমুক্তি ও সুস্থতার জন্য মিলাদ ও দোয়া মাহফিল সম্পন্ন হয়েছে। ৩০নং ওয়ার্ড বিএনপির আহবায়ক আজিজুল ইসলাম বাদলের সভাপতিত্বে ও সদস্য সচিব সৈয়দ তসলিমুর রহমানের সঞ্চালনায় মাহফিলে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির আহবায়ক কমিটির সদস্য মসিউল আলম স্বপন। বিশেষ অতিথি ছিলেন সদরঘাট থানা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি খোরশেদ আলম খুরশিদ, সদরঘাট থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কাওছার হোসেন বাবু, ৩০নং ওয়ার্ড বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক হাজ্বী আমির আহাম্মদ, সিরাজ মিয়া মানু, মাহববুল আলম মুকুল, হাজী আলী আহাম্মদ, মো. নাছির, মো. ইয়াসিন, মো. জাহেদ, মো. মুরাদ, ফারুক, রনি, নাছির, বাবুল, হাসান, আবু তালিব লিটন, মুহাম্মদ নাজিম উদ্দিন, মো. আলী, হাফিজ উদ্দিন সুমন, ঝুনুক, মাহমুদুল ইসলাম শাহেদ, সালমান, পারভেজ পারু, ফারুক, সোলেমান হোসেন সাগর, আফজাল হোসেন আকাশ, শওকত আলী, নুর আফছার রবিন, কায়ছার হামিদ রাব্বি, মেহেদী মিরাজ, সাফায়াত হোসেন মিহাব, শাহরিয়ার মেহেদী, তাকসিন, সাদাফুর রহমান, সাজ্জাদ হোসেন সাজু, জুয়েলসহ ৩০নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

উত্তর সাতকানিয়া উপজেলা ছাত্রদল : বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল উত্তর সাতকানিয়া সাংগঠনিক উপজেলার উদ্যোগে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ৮০তম জন্মদিন উদযাপন উপলক্ষে গতকাল শুক্রবার বাদে জুমা উত্তর কালিয়াইশস্থ মোহাম্মদীয়া কামালিয়া হেফজখানা ও এতিমখানায় বিশেষ দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের সদস্য মোহাম্মদ মহিউদ্দিন সাগরের নেতৃত্বে দোয়া ও আলোচনা সভায় অংশ নেন উত্তর সাতকানিয়া ছাত্রদল নেতা মোহাম্মদ ইলিয়াস সানি, মোহাম্মদ ইয়াসিন, মোহাম্মদ হাসান, মোহাম্মদ কাইফ, মোঃ আরিফুল ইসলাম প্রমুখ। পরে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয় এবং হেফজখানার ছাত্রদের খাবার বিতরণ করা হয়।

১০নং উত্তর কাট্টলী যুবদল ও ছাত্রদল : সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮০ তম জন্মবার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম মহানগরীর আওতাধীন ১০নং উত্তর কাট্টলী যুবদল, সেচ্ছাসেবক দল ও ছাত্রদলের উদ্যোগে উত্তর কাট্টলী বায়তুর রহমান জামে মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে উত্তর কাট্টলী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের সর্বস্তরের নেতাকর্মী উপস্থিত ছিলেন। বায়তুর রহমান জামে মসজিদের পেশ ইমাম মোঃ সালাউদ্দীন বেগম খালেদা জিয়া, আরাফাত কোকো, তারেক রহমানসহ জিয়া পরিবার এবং জুলাই আন্দোলনে নিহত, আহত নির্যাতিতদের জন্য দোয়া করেন।

গণজাগরণ দল চট্টগ্রাম মহানগর : বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী গণজাগরণ দল চট্টগ্রাম মহানগরের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল গতকাল পোর্ট কলোনি ১২নং সড়ক শহীদ ওয়াসিম স্মৃতি সংসদ কার্যালয় অনুষ্ঠিত হয়। শুরুতে দোয়া মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া ও মিলাদ মাহফিল পরিচালনা করেন মাওলানা মোহাম্মদ রফিক। জাতীয়তাবাদী শ্রমিক দল সাবেক সিবিআই সদস্য আবুল কালাম আজাদের সভাপতিত্বে ও জাতীয়তাবাদী গণজাগরণ দল চট্টগ্রাম মহানগরের যুগ্ম আহবায়ক মিনহাজ উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয়তাবাদের শ্রমিক দল বন্দর নেতা মোশাররফ হোসেন। বিশেষ অতিথি ছিলেন জাতীয়তাবাদী গণজাগরণ দল কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক বাহার উদ্দিন বাহার, চট্টগ্রাম মহানগর আহবায়ক গোলাম সরোয়ার, সদস্য সচিব মোহাম্মদ জাহিদ, দিদারুল আলম, হুমায়ুন, কোভিদ, আনোয়ার হোসেন, আবদুস সালাম, দেলোয়ার হোসেন, এমদাদ হোসেন, সাইদুল ইসলাম আপন, সুমন, নুরুল করিমসহ অন্যান্য নেতৃবৃন্দ।

পূর্ববর্তী নিবন্ধচসিক তীর্থ দর্শন পরিচালনা পরিষদের মতবিনিময় সভা
পরবর্তী নিবন্ধযেভাবে শুরু করতে পারেন ইয়োগা