বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জন্মবার্ষিকী পালনে এবং তার সুস্থতা কামনায় ঢাকাসহ সারা দেশে দোয়া মাহফিলের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। গতকাল বুধবার দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানিয়েছেন, কেন্দ্রীয়ভাবে শুক্রবার বেলা ১১টায় নয়া পল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে এই দোয়া মাহফিল হবে। খবর বিডিনিউজের।
বিজ্ঞপ্তিতে তিনি বলেন, আগামী ১৫ আগস্ট বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকী। এই উপলক্ষে ঢাকাসহ দেশব্যাপী দলীয় কার্যালয় অথবা মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। ঢাকাসহ সারা দেশে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকদের মিলাদ ও দোয়া মাহফিলগুলোতে অংশ নেওয়ার অনুরোধ জানিয়েছেন রিজভী।