খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে সরকার রাজনীতি করছে

দোয়া মাহফিলে বক্তারা

| বুধবার , ২৪ নভেম্বর, ২০২১ at ১১:০২ পূর্বাহ্ণ

গুরুতর অসুস্থ বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় মহানগর মহিলা দলের উদ্যোগে গতকাল মঙ্গলবার দলীয় কার্যালয় নাসিমন ভবনে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু, শারীরিক সুস্থতা ও রোগমুক্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা এহসানুল হক। এসময় মহানগর মহিলা দলের সাধারন সম্পাদক জেলি চৌধুরী বলেন, বেগম খালেদা জিয়া দেশ, জনগণ ও গণতন্ত্রের আপোষহীন নেত্রী। খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার অনুমতি প্রশ্নে কৌশল করছে সরকার। সরকার আইনের দোহাই দিয়ে বেগম খালেদা জিয়াকে সুচিকিৎসা না দিয়ে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে। যদি কোন অঘটন ঘটে তাহলে এই সরকারকে সম্পূর্ণ দায়ভার নিতে হবে। মাহফিলে উপস্থিত ছিলেন রাহেলা জামান, কামরুন নাহার লিজা, সায়রা বেগম, সাহেদা পারভীন আসমা, রোকসানা বেগম মাধু, জোহরা বেগম, হাবিবা সুলতানা, নাসিমা আলম, শামসুন নাহার, আমেনা বেগম, কহিনূর বেগম, শাহেদা বেগম ভাসানী, জাহানারা বেগম, আ্যড. কামরুন নেছা সোহাগ, আ্যড. আয়েশা আক্তার সানজি, আ্যড. বিলকিছ আরা মিতু, তাসমিন সুলতানা মুন্না, রোকেয়া বেগম, আফরোজা আক্তার বিথী, জাহানারা বেগম, সেনোয়ারা বেগম, ফরিদা ইয়াছমিন, নাসরিন সুলতানা পপী, নূর জাহান, নূরনেছা, সকিনা বেগম, রিয়া আনজুমান, নাজমা বেগম, বিবি আয়শা, মুক্তা আক্তার, আয়েশা বেগম, রহিমা বেগম প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধভাসানী ফাউন্ডেশনের আলোচনা সভা কাল
পরবর্তী নিবন্ধধর্মপুর সমিতির আলোচনা সভা