খালেদা জিয়ার চিকিৎসায় ১০ সদস্যের মেডিকেল বোর্ড

| বৃহস্পতিবার , ২৯ এপ্রিল, ২০২১ at ৬:৫২ পূর্বাহ্ণ

হাসপাতালে ভর্তি খালেদা জিয়ার চিকিৎসার জন্য ১০ সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। গতকাল বুধবার রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক দলের সদস্য অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন এ তথ্য জানান। বসুন্ধরায় এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন করোনাভাইরাসে আক্রান্ত খালেদা জিয়ার সর্বশেষ শারীরিক অবস্থা ‘স্থিতিশীল’ আছে জানিয়ে তিনি বলেন, ‘উনার (খালেদা জিয়া) যে চিকিৎসা বাসায় চলছিল, সেটিসহ আরো কিছু নতুন ওষুধ যুক্ত করা হয়েছে। এর পরিপ্রেক্ষিতে আলহামদুলিল্লাহ উনি এখন স্টেবল।’ খবর বিডিনিউজের।
স্বাস্থ্য পরীক্ষার জন্য গত মঙ্গলবার রাত ১০টার দিকে হাসপাতালে নেওয়া হয়েছিল খালেদাকে। কিছু পরীক্ষা করার পর রাত ১২টার দিকে তাকে ভর্তি করা হয়। মঙ্গলবার রাতে তার সিটি স্ক্যান (চেস্ট), ইসিজি, ইকোসহ হৃদরোগের পরীক্ষাগুলো করা হয়েছে। খালেদা জিয়ার জন্য গঠিত মেডিকেল বোর্ডের নেতৃত্বে রয়েছেন অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদার।
অধ্যাপক জাহিদ বলেন, উনার হৃদযন্ত্রের কোনো ধরনের কার্ডিও সমস্যা নেই। কালকে যে পরীক্ষা করা হয়েছে সেগুলোর রিপোর্টেও নেই। তিনি আরো বলেন, উনার (খালেদা জিয়া) করোনাভাইরাসের উপসর্গ নেই। উনি কিন্তু এখন নন কোভিড ইউনিটে চিকিৎসাধীন আছেন। আন্তর্জাতিক চিকিৎসার নিয়ম আছে দুই সপ্তাহ পরে রোগীর কোনো উপসর্গ না থাকলে করোনাভাইরাসের টেস্ট করানোই প্রয়োজন নেই। তখন ধরে নিতে হবে উনার কাছ থেকে সংক্রমণ ছড়ানোর সুযোগ নেই।
খালেদা জিয়া কবে বাসায় ফিরবেন প্রশ্ন করা হলে তিনি বলেন, বাসায় ০েফরার বিষয়টা প্রেডিক্ট করাটা খুব টাফ। উনার পরীক্ষাগুলো সম্পন্ন হলে বোর্ড রিভিউ করবে। আশা করতে পারি খুব শিগগরি উনার বাসায় ফেরার সম্ভাবনা রয়েছে। সংবাদ সম্মেলন ডা. মোহাম্মদ আল মামুন উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধবিএনপি বিকারগ্রস্ত ও দুষ্কৃতকারীদের পক্ষে : তথ্যমন্ত্রী
পরবর্তী নিবন্ধপাহাড়খেকোরা বেপরোয়া