খালেদা জিয়ার আদর্শকে ধারণ করে আগামীর পথ পাড়ি দিতে হবে

স্বেচ্ছাসেবক দলের খাবার বিতরণকালে আবু সুফিয়ান

| মঙ্গলবার , ৬ জানুয়ারি, ২০২৬ at ৫:২২ পূর্বাহ্ণ

চট্টগ্রাম৯ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক আহ্বায়ক আবু সুফিয়ান বলেছেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজীবন দেশ ও জনগণের কল্যাণে কাজ করে গেছেন। মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত তিনি গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইসংগ্রামে নেতৃত্ব দিয়েছেন। স্বাধীনতাসার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় বেগম খালেদা জিয়ার আপোসহীন ভূমিকা চিরস্মরণীয় হয়ে থাকবে। বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা ও জনগণের ভোটাধিকার পুনরুদ্ধারে তিনি যে অকুতোভয় নেতৃত্ব দিয়েছেন তা আমাদের সাহস ও প্রেরণার বাতিঘর। গতকাল সোমবার বাদ যোহর সাবেক প্রধানমন্ত্রী, বিএনপির চেয়ারপার্সন, খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় কোতোয়ালী থানা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে মাদ্রাসার ছাত্র এবং অসহায় ও দুস্থ মানুষের মাঝে খাবার বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। কর্মসূচির আওতায় কোতোয়ালী থানার বিভিন্ন এলাকায় প্রায় দুই হাজার মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়।

তিনি আরও বলেন, আজকের বাংলাদেশ যে শক্ত ভীতের উপর দাঁড়িয়ে আছে তা বেগম খালেদা জিয়াই রচনা করেছেন। তাই বেগম খালেদা জিয়ার আদর্শিক কর্মী হিসেবে তার আদর্শকে ধারণ করে আগামীর পথ পাড়ি দিতে হবে।

কোতোয়ালী থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল্লাহ আল হাসান সোনামানিকের সভাপতিত্বে সদস্য সচিব আইনুল ইসলাম জুয়েলের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বেলায়েত হোসেন বুলু।

বিশেষ অতিথি ছিলেন মহানগর বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন লিপু, চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ইঞ্জি. জমির উদ্দিন নাহিদ, মহানগর বিএনপির সাবেক সহবিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক নকিব উদ্দীন ভূইয়া।

উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর ছাত্রদলের যুগ্ম আহবায়ক ফখরুল ইসলাম শাহিন, পাঁচলাইশ থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো: পলাশ, কোতোয়ালী থানা ছাত্রদলের সদস্য সচিব আবু সুলতান সানি, কোতোয়ালী থানা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক মোহাম্মদ ইমরান হোসেন, যুগ্ম আহবায়ক মোহাম্মদ রিদুয়ান, সদস্য শাহাদাত হোসেন আবুল, ৩৫নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জুয়েল রানা কালু, ২২নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. শফিউল আলম শফি, ৩১নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ফারুক উদ্দিন প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধলায়ন্স ক্লাব অব চিটাগং পারিজাতের চার্টার নাইট
পরবর্তী নিবন্ধদেশনেত্রী ঠাঁই নিয়েছেন দেশের মানুষের হৃদয়ে