খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল

| বৃহস্পতিবার , ১৫ জানুয়ারি, ২০২৬ at ৭:৫২ পূর্বাহ্ণ

উত্তর সাতকানিয়া বিএনপি: প্রতিনিধি জানান, সাতকানিয়ায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ও আলোচনা সভা গত মঙ্গলবার অনুষ্ঠিত হয়। উত্তর সাতকানিয়া বিএনপির উদ্যোগে কেরানীহাটের একটি কমিউনিটি সেন্টারে এ দোয়া মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মুজিবুর রহমান মুজিব। চট্টগ্রাম১৪ আসনের বিএনপি মনোনীত প্রার্থী জসীম উদ্দীন আহমেদের সভাপতিত্বে ও সাতকানিয়া উপজেলা যুবদলের সাবেক সভাপতি ফরিদুল আলম ফরিদের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জামাল হোসেন, চট্টগ্রাম১৪ আসনের বিএনপি প্রার্থীর নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক উপজেলা এম এ হাশেম রাজু, সিরাজুল ইসলাম, এহসান মৌলা, মোজাম্মেল হক, আবদুল মাবুদ মাহবুব, আবুল হোসেন, হারুনর রশিদ, গাজী ফোরকান, হাফেজ আহমেদ, কাজী বেলাল উদ্দিন,আরমান হোসেন, তসলিম উদ্দিন, জসিম উদ্দিন, রাশেদ খান, ইফতেখার রাজিব, আবদুস সাত্তার, সবুর সায়েম, আবদুল আজিজ, আবু তৈয়ব, ওমর আলী, লিটন তালুকদার, নুরুল কবির, মো. ইউনুস ও নজরুল ইসলাম। মোনাজাত পরিচালনা করেন মাওলানা জোবাইর মাহমুদ।

হাটহাজারী বিএনপি: প্রতিনিধি জানান,সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল গতকাল বুধবার রাতে পৌরসদরের আজিমপাড়া এলাকায় ৩নং ওয়ার্ডের সর্বস্তরে জনসাধারণে উদ্যোগে অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন জাকির হোসেন, অহিদুল আলম, আবদুল মান্নান দৌলত,শাহেদুল আযম শাহেদ, জসিম উদ্দিন বাবুল, মনিরুল আলম জনি, হেলাল উদ্দিন, কামরুদ্দিন নাহিদ, রেজাউল করিম চৌধুরী রকি, মো.হারুনুর রশিদ, মো. আবদুল হালিম, সোহেল রানা, রহিম বাদশা, মনোয়ারা বেগম বুলু, কামাল উদ্দিন, হারুনুর রশিদ, নুরুল আমিন, নাজিমুদ্দিন, ফোরকান, ওসমান প্রমুখ। এতে দোয়া মোনাজাত পরিচালনা করেন হাফেজ মো. রফিকুল ইসলাম আল কাদেরী।

পূর্ববর্তী নিবন্ধথাইল্যান্ডে চলন্ত ট্রেনের ওপর ভেঙে পড়ল ক্রেন, নিহত ৩২
পরবর্তী নিবন্ধ৪শ বছরের পুরনো মেলা লাখো পুণ্যার্থীর সমাগম