ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার শারীরিক অবস্থার খুব একটা পরিবর্তন হয়নি গত ২৪ ঘণ্টায়। এই অবস্থাকে স্থিতিশীল মনে করছেন চিকিৎসকরা। এমন পরিস্থিতির মধ্যে গতকাল বুধবার খালেদা জিয়ার চিকিৎসা সহায়তায় যুক্তরাজ্য ও চীনের বিশেষজ্ঞ চিকিৎসক টিম পৌঁছে এরই মধ্যে চিকিৎসক দলের সাথে যুক্ত হয়েছেন বলেও জানিয়েছে বিএনপি চেয়ারপার্সনের প্রেস উইং। খবর বিবিসি বাংলা ও বিডিনিউজের।
গত দুই দিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে খালেদা জিয়ার স্বাস্থ্য অবস্থা নিয়ে নানা ধরনের তথ্য শেয়ার করতে দেখা গিয়েছে। এমন পরিস্থিতিতে তার শারীরিক অবস্থার সর্বশেষ পরিস্থিতি জানিয়ে গত মঙ্গলবার ডা. জাহিদ হোসেন ব্রিফিং করে জানিয়েছিলেন, খালেদা জিয়াকে যে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে সেটি গ্রহণ করতে পারছেন তিনি। মঙ্গলবার দুপুরের পর থেকে গতকাল বুধবার সন্ধ্যা পর্যন্ত বিএনপির পক্ষ থেকে খালেদা জিয়ার বিষয়ে আর কোনো ব্রিফিং করা হয়নি।
তবে গত ২৪ ঘণ্টায় খালেদা জিয়ার শারীরিক অবস্থার কোনো পরিবর্তন হয়েছে কি–না এমন প্রশ্নে বুধবার বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম জানিয়েছেন, মঙ্গলবারের মতোই স্থিতিশীল অবস্থায়ই আছেন তিনি। সংকাটাপন্ন অবস্থা থেকে ওষুধ গ্রহণের বিষয়টিকে আপাতত ইতিবাচক হিসেবেই দেখা হচ্ছে জানিয়ে তিনি বলেন, যেহেতু ওষুধে রেসপন্স করছে, সেক্ষেত্রে অবশ্যই আমি মনে করি এটা একটা গুড সাইন।
এদিকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসা সহায়তায় ঢাকায় আসা চীনের চার সদস্যের বিশেষজ্ঞ চিকিৎসক দল মেডিকেল বোর্ডের সঙ্গে আলোচনা শুরু করেছেন। বুধবার রাতে ১০টা ১০ মিনিটে চীনা চিকিৎসকদের দ্বিতীয় এ দল রাজধানীর বসুন্ধরায় এভারকেয়ার হাসপাতালে পৌঁছান। এরপর তারা গুরুতর অসুস্থ খালেদা জিয়ার চিকিৎসার বিষয়ে আলাপ করতে মেডিকেল বোর্ডের সদস্যদের সঙ্গে বৈঠকে বসেন বলে জানান বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।
চার সদস্যের বিশেষজ্ঞ দলটি হাসপাতালে পৌঁছালে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলের চেয়ারপারসনের চিকিৎসা নিয়ে তাদের সঙ্গে কথা বলেন। বিশেষজ্ঞ চিকিৎসকরা হলেন– চি জিয়াংফাং, ইয়ান সিন, ঝং ইউহি এবং ম্যাং হং ও।
এর আগে এদিন সকালে লন্ডন থেকে ঢাকায় আসেন যুক্তরাজ্যের বিশেষজ্ঞ চিকিৎসক রিচার্ড বিল। তার সঙ্গে এভারকেয়ার হাসপাতালে খালেদা জিয়ার জন্য গঠিত মেডিকেল বোর্ডের চিকিৎসকরা বৈঠক করে চিকিৎসার বিভিন্ন দিক নিয়ে কথা বলেছেন।
এর চার দিন আগে চীনের পাঁচ সদস্যের চিকিৎসকদের আরও একটি দল এভারকেয়ারে আসেন খালেদা জিয়ার চিকিৎসায় সহায়তা দিতে। এবার এলেন চারজন বিশেষজ্ঞ চিকিৎসক।










