খালেদা জিয়াকে হাসপাতালে দেখতে গেলেন জুবাইদা

| রবিবার , ৭ ডিসেম্বর, ২০২৫ at ৪:৩১ পূর্বাহ্ণ

চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ার হাসপাতালে গেছেন তার পুত্রবধূ জুবাইদা রহমান। ধানমন্ডিতে বাবার বাড়ি ‘মাহবুব ভবন’ থেকে গতকাল শনিবার বিকাল সোয়া ৩টার পরে তিনি এভারকেয়ার হাসপাতালে যান বলে বিএনপি মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন জানিয়েছেন। তিনি বলেন, ভাবি বিকাল ৩টা ৩৮ মিনিটে এভারকেয়ার হাসপাতালে আসেন। তিনি সিসিইউতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শয্যার পাশে আছেন। গতকাল গভীর রাতে হাসপাতাল থেকে ধানমন্ডির বাসায় ফিরেছেন ভাবি। এখানে উনার মা সৈয়দা ইকবাল মান্দবানু রয়েছেন। খবর বিডিনিউজের।

লন্ডন থেকে বিমান বাংলাদেশের একটি ফ্লাইটে শুক্রবার সকাল পৌনে ১১টায় ঢাকায় পৌঁছান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী জুবাইদা। চিকিৎসার জন্য শাশুড়িকে লন্ডনে নিতে আগের দিন সন্ধ্যায় লন্ডন থেকে তিনি দেশের পথে রওনা হয়েছিলেন। দেশে নেমে বিমানবন্দর থেকে সরাসরি এভারকেয়ারে যান জুবাইদা। সেখানে খালেদা জিয়ার শয্যাপাশে থাকা ছাড়াও মেডিকেল বোর্ডের চিকিৎসকদের সাথে কয়েকবার বৈঠকও করেন তিনি। জুবাইদা রহমান এই মেডিকেল বোর্ডেরও সদস্য। আগের বৈঠকগুলোতে তিনি ভার্চুয়ালি যুক্ত থাকলে গতকাল সশরীরে তিনি অংশ নেন।

রুমন বলেছেন, জুবাইদা রহমান সার্বক্ষণিক বিএনপি চেয়ারপারসনের শারীরিক অবস্থা দেখভাল করছেন। ধানমন্ডির বাসায় থাকার সময়েও টেলিফোনে টাইম টু টাইম উনি তার শাশুড়ির স্বাস্থ্যের খোঁজখবর রাখছেন।

পূর্ববর্তী নিবন্ধজাহাজটিকে কূলে আনতে গিয়ে ঝুঁকিতে প্লাবন
পরবর্তী নিবন্ধসিদ্ধান্ত তাকেই নিতে হবে, ভারতে হাসিনার থাকা প্রসঙ্গে জয়শঙ্কর